• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

শোবিজ

শেষ হলো গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৯

গত ১০ অক্টোবর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০১৯’। গতকাল রোববার এ উৎসবের পর্দা নামল।

উৎসবের শেষদিন মঞ্চস্থ হয় তিনটি নাটক। এগুলো হলো ‘ময়ূর সিংহাসন’, ‘ভাগের মানুষ’ ও ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’। আরণ্যক নাট্যদলের দর্শকপ্রিয় প্রযোজনা ‘ময়ূর সিংহাসন’। ১৯৯৯ সালে প্রথম মঞ্চে আনা হয় নাটকটি। ২০০৯ সালে নাটকটির শততম মঞ্চায়ন হয়। শততম মঞ্চায়নের পর অনেকটা অনিয়মিতভাবেই প্রদর্শিত হয়ে আসছে এটি। মান্নান হীরা রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন শাহ আলম দুলাল।

সময় নাট্যদলের আলোচিত প্রযোজনা ‘ভাগের মানুষ’। পাকিস্তানের বিখ্যাত লেখক সা’দত হাসান মান্টোর ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকের নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন আলী যাকের। সময় নাট্যদলের ২৬তম প্রযোজনাটি ১৯৯৭ সাল থেকে মঞ্চস্থ হয়ে আসছে। থিয়েটার-৫২ এর প্রথম প্রযোজনা ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’। নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর। নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক জয়িতা মহালনবীশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads