• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯
জন্মদিনে এবারো সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে

সংগৃহীত ছবি

শোবিজ

জন্মদিনে এবারো সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ অক্টোবর ২০১৯

পরীমনিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। রুপালি পর্দায় আগমনের পর থেকেই নিজের রূপের গুণে সবাইকে মুগ্ধ করেছেন তিনি। এছাড়া বেশ কিছু ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। আজ ২৪ অক্টোবর এ নায়িকার জন্মদিন।

বরাবরের মতো এবারো রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের প্রতি নিয়েছেন তিনি। সেখানে বন্ধুবান্ধবের পাশাপাশি পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। তবে বরাবরের মতো এখানেও একটু ভিন্নতা রাখছেন অভিনেত্রী।

গত বছর জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের ড্রেসকোড হিসেবে অনুরোধ করেছিলেন কালো-সোনালি রঙের পোশাকের ওপর। এ বছর তিনি অনুরোধ জানিয়েছেন ছেলেদের সাদা এবং মেয়েদের পার্পল (লাল ও নীলের সংমিশ্রণে সৃষ্ট রক্তবর্ণ) রঙের পোশাকের ওপর। এছাড়া নিজের জন্যও বিশেষ ড্রেস বানিয়েছেন।

এদিকে, গত কয়েক বছরের মতো এবারো জন্মদিনের সকালটা কিছু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উৎসর্গ করেবন। তাদের নিয়ে কেক কাটবেন, বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করবেন অর্থাৎ তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেবেন। জন্মদিনের পরিকল্পনা জানতে চাইলে এভাবেই নিজের প্রত্যাশা ব্যক্ত করেন পরীমনি।

শুধু তাই নয়, গত কয়েক বছরের মতো এবারেও জন্মদিনের সকালটা সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাটাবেন বলে জানিয়েছেন হালের জনপ্রিয় এ নায়িকা। তাদের নিয়ে কেক কেটে নিজের আনন্দ ভাগ করে নেবেন।

প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত হলো ‘ভারত বাংলাদেশ ফিল্মস অ্যাওয়ার্ড’ (বিবিএফএ)। সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে জাঁকালো এ আয়োজনে বছরের জনপ্রিয় নায়িকা ক্যাটাগরিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের পরীমনি পুরস্কার পেয়েছেন।

পরীমনি মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। মডেলিং থেকে ছোট পর্দায় এবং তারপর রুপালি পর্দায় অভিনয় শুরু করেন পরীমনি। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরীমনি। এতে চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা পপি এবং ঈশানাও অভিনয় করেছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন।

মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হই চই ফেলে দিয়েছিলেন পরীমনি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র। কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে। পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা ও দরদিয়া, এস এ হক অলীকের আরো ভালোবাসব তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো মনজুড়ে তুই, লাভার নাম্বার ওয়ান, নগর মাস্তান, মহুয়া সুন্দরী। ২০১৬ সালে মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা, পুড়ে যায় মন, ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী রক্ত এবং শফিক হাসানের ধূমকেতু। ২০১৭ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, সোনা বন্ধু এবং মালেক আফসারীর অন্তরজ্বালা, সৈকত নাসিরের পাষাণ, নদীর বুকে চাঁদ এবং বুকের মাঝে প্রেমের আগুন অন্যতম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads