• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
এবার ন্যান্সি গাইবেন বুলবুলের গান

কণ্ঠশিল্পী ন্যান্সি

ফাইল ছবি

শোবিজ

এবার ন্যান্সি গাইবেন বুলবুলের গান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ অক্টোবর ২০১৯

দীর্ঘদিন ধরে ন্যান্সির উল্লেখ করার মতো গান নেই। সেই বিরতি এবার তিনি ভাঙছেন প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের গানের মাধ্যমে। তার সঙ্গে শেষ প্রজেক্টে যুক্ত ছিলেন কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদ। তার জন্য পাঁচটি গান তৈরি করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। কিন্তু সেই গানগুলোর মুক্তি দেখে যেতে পারেননি আহমেদ ইমতিয়াজ বুলবুল। এর মধ্যে দুটি গান প্রকাশ হলেও আরো তিনটি গান মুক্তির অপেক্ষায়। এই তিনটি গানের মধ্যে দুটি গানে রিজভী ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী ন্যান্সি।

অস্ট্রেলিয়ার একটি স্টুডিওতে সম্প্রতি আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সংগীতায়োজন করা গান দুটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। গান দুটির নাম ‘ও হাওয়া’ এবং ‘উড়তে উড়তে যারে পাখি’।

এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমি সত্যিই সৌভাগ্যবান। একজন কিংবদন্তির শেষ কাজে যুক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। অস্ট্রেলিয়ার একটি স্টুডিওতে গানগুলো ধারণ করা হয়েছে। এ ধরনের পরিবেশে কাজ করাটাও আমার জন্য চমক ছিল।’

রিজভী ওয়াহিদ বলেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে স্যারের সুর-সংগীতে গাইতে পেরেছি। একই সঙ্গে দুর্ভাগ্য এটাই, গানগুলোর মুক্তি স্যার দেখে যেতে পারলেন না। এবারের দুটি গানে সহশিল্পী হিসেবে ন্যান্সিকে পেয়ে দারুণ লাগছে।’

গান দুটির মিক্স ও মাস্টারিং করেছেন রেজওয়ান সাজ্জাদ। আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রথম মৃত্যুবার্ষিকীতে গান দুটির মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads