• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯

শোবিজ

উপস্থাপনায় ফিরছেন আর্নিক

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৯

‘মাঝে মাঝে স্বপ্ন দেখি অবাক কোন রাতে, মাঝে মাঝে গল্প বলি নিজে নিজের সাথে, ও মাঝে মাঝে ইচ্ছে করে কষ্ট উড়াই হাওয়াই....একই সুরে বোনা এই হূদয়ে শত আশা’-এই গানে আরফিন রুমির সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়ে আজ থেকে প্রায় ১০ বছর আগে বেশ জনিপ্রয়তা পেয়েছিলেন। এটি ছিল আর্নিকের জীবনের দ্বিতীয় মৌলিক গান। আর এই গান দিয়েই শ্রোতাপ্রিয়তা পান তিনি, আলোচনায় চলে আসেন তিনি।

গানটি লিখেছিলেন শফিক তুহিন এবং সুর-সংগীত করেছিলেন আরফিন রুমি। সেই থেকে এখন পর্যন্ত তার কণ্ঠে ২৫টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। ২০১৬ সালে তার প্রথম একক অ্যালবাম ‘বলি আবার’ প্রকাশিত হয়। আর্নিক চেষ্টা করছেন প্রতি মুহূর্তে নিজেকে একজন শুদ্ধ সুরের সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে। তার গান একবার যারা মনোযোগ দিয়ে শুনেছেন, তারাই তার গায়কীতে মুগ্ধ হয়েছেন। সংগীতের পথে পথ চলতে গিয়ে আর্নিকও অনেকের মতো কাউকে না কাউকে আদর্শ হিসেবে বুকে লালন করে এগিয়ে চলেন।

আর্নিক বলেন, ‘সবার গানই আমার প্রিয়। একেকজনের একেক ধরনের গায়কীর প্রেমে পড়ি আমি। দেশের গুণী শিল্পীদের সবার গানই প্রিয়। তবে আমি শাহনাজ রহমতুল্লাহ ম্যাডাম, রুনা লায়লা ম্যাডাম, সামিনা ম্যাডাম, শ্রেয়া ঘোষালের কণ্ঠের আওয়াজ শুনলে পাগলই হয়ে যাই। পাশাপাশি পার্থ বড়ুয়া দাদা, বাপ্পা মজুমদার দাদা, আরিজিৎ সিংয়ের আওয়াজ আমাকে ভীষণভাবে নাড়া দেয়। কেমন যেন কলিজার ভেতরে গিয়ে লাগে। আর আমার একটাই স্বপ্ন-শ্রোতা-দর্শকের মনের কোণে যেন আমার নামটা যেন একটু হলেও থাকে।’

আর্নিক গানের ভুবনেই ছন্দে থাকতে চান। নিয়মিত স্টেজ শোতে সংগীতে মেতে থাকতে চান তিনি। আর্নিক এমনই একজন সংগীতশিল্পী, যিনি নিজেকে গানে যথাযথভাবে শিক্ষিত করেই এসেছেন কঠিন পথ পাড়ি দিতে। চট্টগ্রামের শ্রী অরুণ কান্তি সাহা এবং সুরবন্ধু অশোক চৌধুরীর কাছে তিনি দীর্ঘদিন গানে তালিম নিয়েছেন। এদিকে আগামী ৭ নভেম্বর থেকে বাংলা একাডেমিতে তিন দিনব্যাপী শুরু হতে যাওয়া ‘লিট ফ্যাস্টিভ্যালের’ (Literary Festival) উপস্থাপনার মধ্য দিয়ে তিন বছর পর উপস্থাপনায় ফিরছেন আর্নিক। উপস্থাপনাতেও ব্যস্ত হতে চান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads