• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

সাংবাদিক শাকিবা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৯

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ ছবিতে অভিনয় করেছেন শাকিবা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার এই ছবিটি। এ সিনেমায় একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে শাকিবাকে।

নতুন ছবিতে নিজের চরিত্রের কথা বলতে গিয়ে একসময়ের আলোচিত চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা এবং খুব চ্যালেঞ্জিং। আমি মনে করি, ডাক্তার বা ইঞ্জিনিয়ারের চেয়ে এই পেশা কঠিন কাজ। আমি উপলব্ধ করছি যারা সাংবাদিক তারা কত কষ্ট করে সংবাদ তৈরি করেন। তা জনগণের জন্য প্রচার করেন।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ ছবিতে অভিনয় করেছেন শাকিবা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার এই ছবিটি। এ সিনেমায় একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে শাকিবাকে।

শাকিবার চরিত্রটি নিয়ে নির্মাতা অহিদুজ্জামান ডায়মন্ড বলেন, ‘চলচ্চিত্রে শাকিবার চরিত্রটি সাংবাদিকের। চরিত্রটি সে ভালোভাবে ফুটিয়ে তুলেছে। পরিশ্রম করেছে নিজেকে একজন সাংবাদিক হিসেবে দেখাতে।’

‘রোহিঙ্গা’ ছবির সার্বিক অবস্থা নিয়ে গত শুক্রবার কথা হয় শাকিবার সঙ্গে। তিনি বলেন, ‘নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড স্যারের মতো একজন গুণী নির্মাতার ছবিতে কাজ করতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। আমি চেষ্টা করেছি পর্দায় চরিত্রটি বাস্তবসম্মতভাবে তুলে ধরতে। বাকিটা দর্শক বিবেচনা করবেন।’

চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী ২০০৫ সালে ‘ভণ্ড নেতা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জীবনের গ্যারান্টি নাই’। এরপর তার অভিনীত ‘বাঁচাও দেশ’, ‘মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘দুর্ধর্ষ’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘এক জবান’, ‘মাটির ঠিকানা’, ‘রূপান্তর’সহ প্রায় ৪০টি ছবি মুক্তি পায়। এরপর লম্বা বিরতি। হঠাৎ করেই বড়পর্দা থেকে সরে যান শাকিবা।

একসময় চলচ্চিত্র ছিল শাকিবার দ্বিতীয় পরিবার। শাকিব খান, আমিন খানসহ অনেকের সঙ্গে তার কাজ হয়েছে। তাই শাকিবা বলেন, ‘শুধু কলকাতা নয়, ভালো গল্পের ছবি পেলে ঢালিউডেও কাজ করতে চাই। কারণ এখানকার মানুষ আমার বেশি আপন। একটা সময় মনে হয়েছিল চলচ্চিত্রে আর ফেরা হবে না। তবে আবারো ভালো কিছু ছবি নির্মাণ হচ্ছে। তাই অভিনেত্রী হিসেবে ভালো কাজের সঙ্গে সংযুক্ত হতে চাই। এজন্য নিজেকে তৈরি করার প্রস্তুতিও নিচ্ছি। নিজের ওজন কমানোর জন্য দৈনিক ৫-৬ ঘণ্টা ব্যায়াম করছেন শাকিবা। খাবারেও এনেছেন পরিবর্তন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads