• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

শোবিজ

বড় পর্দায় ব্যস্ত ইমন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০১৯

হালের জনপ্রিয় তারকা মামনুন হাসান ইমন। শুরুতে মডেল হিসেবে বেশ আলোচনায় আসায় নাম লেখান চলচ্চিত্রের খাতায়। এক যুগের ক্যারিয়ারে বেশ কয়েকটি আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার মধ্যে ‘দারুচিনি দ্বীপ’, ‘গহীনের শব্দ’, ‘লাল টিপ’, ‘পদ্ম পাতার জল’ ও ‘পাসওয়ার্ড’ উল্লেখযোগ্য। হাতে আছে আরো কয়েকটি নতুন ছবি। সম্প্রতি ‘পাসওয়ার্ড’ সিনেমার জন্য বিশেষ পুরস্কার পান এ মডেল অভিনেতা।

ইমন বলেন, ‘এ ছবির গল্পে একটা ম্যাজিক আছে। অভিনয়ের অনেক জায়গা আছে। আশা করছি এখানে দর্শক অন্য ইমনকে খুঁজে পাবেন।’

বর্তমানে ইমন ব্যস্ত তার নতুন ছবি ‘আগামীকাল’ নিয়ে। ছবিতে তার বিপরীতে দেখা যাবে মমকে। সব ঠিকঠাক থাকলে এ মাসের শেষ সপ্তাহে এর শুটিং শেষ হবে।

‘মম’র সঙ্গে দীর্ঘদিন পর অভিনয় করলেন ইমন। এ বিষয়ে তিনি বলেন, ‘গল্প ও চরিত্রের ওপর ভিত্তি করে একজন অভিনয় শিল্পীকে ছবিতে নেওয়া হয়। এ ক্ষেত্রে গুরুদায়িত্ব পালন করেন পরিচালকরা। ফলে এতদিন পর কেন কাজ করছি বা এতদিন কেন করিনি; এর জুতসই উত্তর আমার কাছে নেই। এটা সত্যি ‘দারুচিনি দ্বীপ’-এর পর অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। তবুও দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করতে পেরে আমরা দুজনই উচ্ছ্বসিত। আশা করছি, দর্শকরাও আমাদের পর্দায় দেখে উচ্ছ্বসিত হবেন।

নতুন ছবি ‘আকবর : ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’-এ চুক্তিবদ্ধ হয়েছেন ইমন। ছবির কাজ খুব শীঘ্রই শুরু হবে। ইমন বলেন, ‘কদিন আগেই ‘আকবর : ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি। খুব শীঘ্রই ‘আকবর’ ছবির কাজে হাত দেব। এ ছবিটি অপরাধ জগতের বেশকিছু ঘটনা নিয়ে নির্মিত হবে। এটি পরিচালনা করবেন সৈকত নাসির। এ ছবির গল্পে একটা ম্যাজিক আছে। অভিনয়ের অনেক জায়গা আছে। আশা করছি এখানে দর্শক অন্য ইমনকে খুঁজে পাবেন। তার আগে মাসখানেক সময় নিতে চাই নিজেকে প্রস্তুত করার জন্য। আমার বিশ্বাস, প্রস্তুতি ছাড়া কোনো কিছুই ভালো হয় না। পাসওয়ার্ড করার আগেও দুমাস কোনো কাজ করিনি। রুশো চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করেছি।’

সম্প্রতি পাসওয়ার্ড চলচ্চিত্রের জন্য ‘ভারত-বাংলাদেশ ফিল্মস অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইমন। এর জন্য শাকিবের কাছে কৃতজ্ঞ ইমন। বলেন, ‘কাজের স্বীকৃতি পেলে সবারই ভালো লাগে, সঙ্গে কাজ করার অনুপ্রেরণা পাওয়া যায়। এ পুরস্কার প্রাপ্তি আমার দায়িত্ব একটু হলেও বাড়িয়েছে। এর জন্য শাকিব ভাইয়ের কাছেও আমি কৃতজ্ঞ। তার কারণেই পাসওয়ার্ডে কাজ করা।’

দ্বিতীয়বারের মতো শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হয়েছেন ইমন। সমিতির আন্তর্জাতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান ইমন। নিজের অবস্থান থেকে বাংলা চলচ্চিত্র ও শিল্পীদের যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবেন বলে জানান এ তারকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads