• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

শোবিজ

অভিনয়ের চেয়ে নির্মাণেই আগ্রহ বেশি রাজীবের

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০১৯

রাজীব সালেহীন, এই প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেতা, নির্মাতা। তবে দর্শক তাকে অভিনেতা হিসেবেই বেশি চেনেন, জানেন। অথচ এই রাজিবের মিডিয়ায় পথচলাটা শুরু হয়েছিল ২০০৫ সালে একজন নির্মাতা হিসেবে। সেই সময়ে তিনি ‘ঠিক বাড়ি নয় বাড়ির মতো’ তথ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে একজন নির্মাতা হিসেবে রাজীবের যাত্রা শুরু হয়। একসময় অভিনয়ও শুরু করেন তিনি। অভিনেতা হিসেবে গোলাম সোহরাব দোদুলের ‘সাতকাহন’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন রাজীব সালেহীন। তৌকীর আহমেদের নির্দেশনায় ‘বিহঙ্গ কথা’, ‘অসম’ নাটকসহ আরো বেশ কয়েকটি নাটকে অনবদ্য অভিনয় করে প্রশংসিত হন রাজীব সালেহীন। তবে তার সবসময়ই আগ্রহ প্রবল নির্মাণের দিকে। যে কারণে অভিনয়ের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ তার নির্মাণে। নির্মাতা হিসেবে শুরুর দিকে রাজীব বেশ কয়েকটি টিভি শো’রও নির্মাণকাজে সম্পৃক্ত ছিলেন। নাটক নির্মাণের পাশাপাশি রাজীব বিজ্ঞাপনও নির্মাণ করেছেন বেশ কয়েকটি। তার নির্মিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘রেগে গেলেন তো হেরে গেলেন’, ‘কেউ কথা বলে না’।

রাজীব বর্তমানে দুটি ধারাবাহিকে অভিনয় করছেন। বিটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক বদরুল আনাম সৌদ পরিচালিত ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ও দীপ্ত টিভিতে প্রচার চলতি গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘ভালোবাসার আলো আঁধার’ নাটকে অভিনয় করছেন। রাজীব সালেহীন বলেন, ‘আমার সবসময়ই অভিনয়ের চেয়ে নির্মাণে আগ্রহ ছিল বেশি। আর এখন একটু অভিনয় কম সময় দিচ্ছি। কারণ সামনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নির্মাণ করব। সেটার পরিকল্পনা নিয়েই ব্যস্ত আছি আপাতত। কারণ আমি নির্মাণ কাজটা সর্বোচ্চ মনোযোগ দিয়ে করতে চাই। নির্মাণে আমার ক্ষুধা বেশি। তবে অভিনয়টা বেশ উপভোগ করি আমি। দর্শকের কাছ থেকে সাড়া ফেলে আরো বেশি ভালো লাগে।’ রাজীব সিনেমাতেও অভিনয় করেছেন। এরই মধ্যে তিনি শেষ করেছেন তানভীর মোকাম্মেলের নির্দেশনায় ‘রূপসা নদীর বাঁকে’ সিনেমার কাজ। এছাড়া এর আগে তিনি একই পরিচালকের ‘জীবন ঢুলী’ ও প্রসূণ রহমানের ‘সূতপার ঠিকানা’ সিনেমায় অভিনয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শর্মীমালা রাজীবের সহধর্মিণী। তাদের একমাত্র সন্তানের নাম সাদাফ সালেহীন ঋত। রাজীব সালেহীন অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads