• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

শোবিজ

‘মঞ্চ আমাকে এখনো টানে’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ নভেম্বর ২০১৯

দর্শকনন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে সমানভাবে সফল হলেও বিয়ের পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন এ তারকা। তবে লেখালেখি করছেন নিয়মিতভাবেই। নাট্যকার হিসেবেও পরিচিতি রয়েছে বিপাশার। সম্প্রতি আরো একটি নতুন পরিচয়ে পরিচিত হবেন এ তারকা। এতদিন নাটক লিখে আলোচিত হলেও এবারই প্রথমবারের মতো চলচ্চিত্রের চিত্রনাট্য লিখতে যাচ্ছেন তিনি।

বিপাশা বলেন, ‘প্রথমবারের মতো সিনেমার চিত্রনাট্য লিখছি। গত বছর থেকে সিনেমার গল্পটি মাথায় নিয়েছি। লিখতে শুরু করেছি গত অক্টোবর থেকে। আর এক সপ্তাহের মধ্যে শেষ করতে পারব আশা করছি। শেষ করার পর কিছুদিন এটা এভাবেই থাকবে। এক মাস পর আবার পড়তে শুরু করব এবং ঠিকঠাক করব। আমি বলছি না আমার সিনেমার চিত্রনাট্যে কোনো বার্তা থাকবে। একেবারেই গতানুগতিক ধারার বাইরের একটা চিত্রনাট্য লিখছি। আশা করি, নাটকের মতো চলচ্চিত্রটিও সুধী মহলে সমাদৃত হবে।’

বর্তমানে লেখালেখি নিয়ে ব্যস্ত তিনি। গত কোরবানি ঈদে তার রচনায় একাধিক নাটক প্রচার হয়েছে। নতুন আরেকটি নাটকে হাত দেবেন এই অভিনেত্রী। বলেন, ‘গেল ঈদে আমার লেখা তিনটি নাটক প্রচার হয়েছিল। এখন একটি নাটকের গল্প মাথায় এসেছে। ওটা নিয়ে ভাবছি। সামনে সময় করে লিখব।’

ফেলে আসা অভিনয়ের মঞ্চ এখনো তাকে টানে। মঞ্চে ফেরার ইচ্ছেও আছে বিপাশার। বলেন, ‘টিভি নাটক কমই করছি। মঞ্চ আসলে আমাকে এখনো টানে। আজও মঞ্চের কথা অনেকটা সময় ভেবেছি। ২০২০ সালে মঞ্চে ফিরব প্রত্যাশা করছি। সেটি অভিনয় দিয়েই হবে তা বলছি না। কিন্তু মঞ্চে ফিরতে চাই। মঞ্চ টানে খুব করে।’

বিপাশা নিজে একজন চিত্রশিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ছিলেন। তাই রং-তুলির আঁচড়ে এখনো ক্যানভাস রাঙান। বিপাশার চিত্রকর্ম দেশে-বিদেশে সুনাম কুড়িয়েছে। তার বাবা অভিনেতা আবুল হায়াতের লেখা প্রায় বইয়ের প্রচ্ছদ বিপাশার করা। তিনি বলেন, ‘ছবি শুধু দেখার নয়, ছবিতে জিজ্ঞাসা থাকে। ছবিতে জিজ্ঞাসাটা রাখি। আবার যখন নাটক লিখি, সেই নাটক লেখার ভেতর দিয়ে দর্শকদের কাছে একটা জিজ্ঞাসা পৌঁছে দিতে চাই। শিল্প তো মানুষকে পরিশুদ্ধ করে। মানুষ যখন শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকবেন, তখন নেতিবাচক কাজগুলো কম হবে। দেখুন, একজন মানুষ যখন সিনেমা দেখেন, গান শোনেন, ছবি আঁকেন, অভিনয় করেন, তখন নেতিবাচক কিছু নিয়ে ভাবেন না।’

দীর্ঘদিন ধরে শিল্পের সঙ্গেই আছেন বিপাশা। শিল্পীজীবন বেছে নিয়েছেন। এ জীবন নিয়ে তিনি বলেন, ‘শিল্পীজীবন ভীষণ ভালো লাগে। শিল্প ছাড়া জীবন কল্পনা করতে পারি না। শিল্পের যেকোনো শাখা দিয়ে জীবনকে সুন্দর করা যায়। শিল্পের পথে থেকে প্রতি মুহূর্তে নতুন নতুন ভাবনা কাজ করে। শিল্পীজীবন সুন্দর করে উপভোগ করা যায়।’

আগামী বই মেলায় তার কোনো বই প্রকাশিত হবে কি না জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আসলে লিখতে চাই। গল্প অনেকদিন লিখি না। কিছু অনুভূতি আছে যা কি না গল্পের ভেতর দিয়ে প্রকাশ করা যায়। সামনের বইমেলায় কিছু থাকছে না। তবে নতুন কিছু লিখছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads