• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

দিঠির নিমন্ত্রণে পালকিতে লিজা, অপু ও স্বরলিপি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ নভেম্বর ২০১৯

সংগীতশিল্পী ও উপস্থাপক দিঠি আনোয়ার যতগুলো টিভি চ্যানেলে বর্তমানে উপস্থাপনা করছেন, তার মধ্যে তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার অনুষ্ঠান চ্যানেল আইতে প্রচার চলতি সংগীতবিষয়ক অনুষ্ঠান পালকি। এর কারণে হচ্ছে ‘পালকি’তে যতগুলো গান প্রচার হয় সবগুলো গানই তার বাবা গাজী মাজহারুল আনোয়ারের লেখা। ‘পালকি’তে গাজী মাজহারুল আনোয়ারের গান ছাড়া অন্য কোনো গীতিকারের গান প্রচার হয় না। এই অনুষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্য হলো, সাধারণত এই প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পীরাই এতে গান গেয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় দিঠি আনোয়ারের নিমন্ত্রণে ‘পালকি’তে আবারো গান গেয়েছেন নন্দিত তিন কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা, অপু আমান ও স্বরলিপি। এরই মধ্যে তিনজনের গানের রেকর্ডিংয়ের কাজও সম্পন্ন হয়েছে। এবারের রেকর্ডিং নিয়ে দিঠি আনোয়ার বলেন, ‘লিজা, অপু এবং স্বরলিপি তিনজনই খুব ভালো গান করেন। তারা তিনজনই সংগীতাঙ্গনে নিজেদের অসাধারণ গায়কী দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এর আগেও তারা এই অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন। আবারো তারা আমার নিমন্ত্রণেই পালকিতে গেয়েছেন। আমি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের সংগীতানুষ্ঠানের উপস্থাপনা করি। তবে সবচেয়ে বেশি ভালোলাগে পালকি। কারণ এটি আমার আব্বাকে ঘিরে অনুষ্ঠান। আব্বার গান নিয়ে অনুষ্ঠান। যারা এই পালকির সাথে সম্পৃক্ত তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যারা বিভিন্ন সময়ে আমার আহ্বানে গান গাইতে আসেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ।’ গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানে অপু মৌলিক গানে কণ্ঠ দিলেও এখনো লিজা ও স্বরলিপি কোন মৌলিক গানে কণ্ঠ দেয়ার সুযোগ পাননি। লিজা বলেন, ‘ইচ্ছে আছে গাজী স্যারের লেখা একটি গানে কণ্ঠ দেয়ার। হয়তো খুব শিগগিরই সেই সুযোগ হয়ে যাবে। যদি তাই হয় তবে সেটা হবে আমার জন্য সৌভাগ্যের।’ অপু বলেন, ‘আমার সৌভাগ্য আমি স্যারের লেখা গান গাইতে পেরেছি। এজন্য অবশ্যই ধন্যবাদ জানাই দিঠি আপুকে।’ স্বরলিপি বলেন, ‘মৌলিক গান না গাইলেও পালকিতে স্যারের লেখা গান তারই সামনে বসে গাইতে পারছি এটাও অনেক বড় বিষয়।’ পালকি প্রযোজনা করছেন জামাল রেজা এবং প্রতি বুধবার রাত ১১ টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads