• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
আবারো হাসপাতালে এটিএম শামসুজ্জামান

ফাইল ছবি

শোবিজ

আবারো হাসপাতালে এটিএম শামসুজ্জামান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ নভেম্বর ২০১৯

জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান আবারো অসুস্থ হয়ে পড়েছেন। গত ২৫ নভেম্বর জরুরি অবস্থায় তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

তার স্ত্রী রুনা জামান জানান, গত রোববার থেকেই অস্বস্তিতে ছিলেন এটিএম শামসুজ্জামান। হজমে সমস্যা হচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আতিউর রহমানের অধীনে তাকে ভর্তি করা হয়। এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষার পর চিকিৎসকরা তার দেহে অস্ত্রোপচার বা অন্য কোনো চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। সেদিনও খুব শ্বাসকষ্ট হচ্ছিল। সে রাতে তাকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এটিএম শামসুজ্জামানের অন্ত্রে প্যাঁচ লেগেছিল। সেখান থেকে আন্ত্রিক প্রতিবন্ধকতা। এর ফলে খাবার, তরল, পাকস্থলীর অ্যাসিড বা গ্যাস বাধাপ্রাপ্ত হয় এবং অন্ত্রের ওপর চাপ বেড়ে যায়। ফলে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে তার দেহে অস্ত্রোপচার করা হয়।

এরপর কিছু শারীরিক জটিলতা হয়। টানা ৫০ দিন এই হাসপাতালে চিকিৎসা শেষে ১৫ জুন তাকে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। কিছুদিন সেখানে ছিলেন। অবস্থার উন্নতি হওয়ায় তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়।

এটিএম শামসুজ্জামান এ পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক। শতাধিক চলচ্চিত্রের চিত্রনাট্যকার এবং তিন শতাধিক চলচ্চিত্রের অভিনেতা তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads