• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

চলছে নাট্যধারার ৩ দিনব্যাপী নাট্যোৎসব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০১৯

চলতি বছর মঞ্চ নাটকের জনপ্রিয় দল নাট্যধারার ২৭ বছর পূর্তি হলো। এ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী নাট্যোৎসব চলছে। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।

ঢাকের বাদ্যে ২৭টি নাট্য সংগঠনের ২৭ গুণী নাট্যজনকে দিয়ে বেলুন উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও অভিনেত্রী লাকী ইনাম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ ও ফ্যাশন হাউজ অঞ্জনসের কর্ণধার শাহীন আহমেদ।

তিন দিনব্যাপী উৎসবে প্রথম দিনে মঞ্চে প্রদর্শিত হয়েছে ‘উজান ভাইটাল কইন্যা’ নামের পালা নাটক। সমতট নাট্যদলের এই নাটকের রচনা ও নির্দেশনা দিয়েছেন রতন হক। তিনি নাটকটির সংগীত রচনা, সুর ও পরিচালনাও করেছেন। এছাড়া এ নাটকের আলোকবিন্যাসে ছিলেন কাওসার, রূপসজ্জায় জাহাঙ্গীর আলম, পোশাকে নাসরিন সুলতানা, রিকুইসিটস তাজুল হাসান।

নাটকে মূল চরিত্র ‘কইন্যা’ হিসেবে দেখা যায় নাসরিন সুলতানাকে। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাজুল হাসান, স্নিগ্ধা, সাইফ, নাসির, শান্ত, অন্ত ও রতন হক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads