• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

শোবিজ

স্থগিতই থাকবে নওশাবার মামলা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ ডিসেম্বর ২০১৯

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিতই থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ গতকাল রোববার এ আদেশ দেন।

এর আগে গত নভেম্বরে নওশাবার বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। ওই মামলা কেন বাতিল করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।

জ্যোতির্ময় বড়ুয়া জানান, মামলাটি দায়ের করা হয়েছে গত বছর ৫ আগস্ট তথ্যপ্রযুক্তি আইনে। এদিকে তথ্যপ্রযুক্তি আইন বিলুপ্ত হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হয় ওই সালের ৮ অক্টোবর। নতুন আইনের ৬১ ধারা মতে তথ্যপ্রযুক্তি আইনের কোনো মামলা বিচারাধীন থাকলে তা ডিজিটাল নিরাপত্তা আইনেও চলমান থাকবে। কিন্তু এ মামলার চার্জশিট দেওয়া হয় ২০১৯ সালের ৩০ এপ্রিল। অভিযোগ আমলে নেওয়া হয়েছে ৩ সেপ্টেম্বর। তাই এ মামলার কার্যক্রম অবৈধ।

ছোটপর্দার মডেল ও জনপ্রিয় অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ। অরণ্য আনোয়ারের ‘রূপকথা’র পর নুরুল আলম আতিকের ‘জাদুর শহর’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দারুণভাবে দর্শকপ্রিয়তা পান তিনি। তবে নওশাবা এখন আর সে পুরনো ছকে আটকে নেই। একাধারে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করে সমানভাবে জনপ্রিয়।

নওশাবা পেশাদারিত্বের জায়গা থেকেও ভীষণ সচেতন। কারণ অভিনয়ই যার মূল ভরসা। এর মাধ্যমেই দর্শকদের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘আমার নিজেকে প্রমাণ করতে হয় অভিনয় দিয়ে। আর আমার ক্ষেত্রে একটি কাজ দেখে আরেকটি কাজের প্রস্তাব আসে। এজন্য আমাকে অনেক ধৈর্য ধরে কাজ করতে হয়। আমি কখনোই চিন্তা করতে পারি না এক বছরের মধ্যেই দশ লাখ মানুষ আমাকে চিনবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads