• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

ব্যান্ডদল এফ মাইনরের নতুন গান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৯ ডিসেম্বর ২০১৯

নতুন গান প্রকাশ করছে ব্যান্ডদল এফ মাইনর। ‘শরতের বাতাসে উড়ে যায় চুল, হাত খেলা করে হাতে, তুমি শুধু চেয়ে দ্যাখো, কী চুরি যায় এ প্রভাতে...’ এমন কথার ‘প্রকৃতির গান’ প্রকাশ করছে পাঁচজন মেয়ের গানের দল এফ মাইনর।

দলটির অন্যতম ভোকাল পিংকি চিরান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন মান্দি সম্প্রদায়ের পিংকি। শরতের আকাশের গানে তিনিই কণ্ঠ দিয়েছেন। গানের কথা লিখেছেন, আবু জাহেদ। সুরও করেছেন তিনি।

গানটি এফ মাইনর নিজেদের পেজে শেয়ার করে লিখেছে, ‘জাহেদ ভাইয়ের চ্যানেলের জন্য উনারই কথা ও সুরে করা এফ মাইনরের আরো নতুন একটি গান। ভালো লাগলে আমাদের জানাবেন।’

পিংকি বলেন, ‘এই প্রথমবার আমার গাওয়া অন্য ধাঁচের গান। যার সুর আমার আয়ত্তে আনাটা কষ্টকর ছিল। আমার কণ্ঠে শুনতে খারাপ লাগতে পারে কিন্তু গানটা সুন্দর। আমি সচরাচর ফোক গেয়ে থাকি, গানের সুরটা একটু ভিন্ন হওয়ায় কষ্ট হয়েছে, বেসুরো গলায় সুন্দর গানটা শুনে খুশি না হলে আমি ক্ষমাপ্রার্থী।

সোশ্যাল মিডিয়ার দর্শক-শ্রোতাদের কাছে গান যে ভালো লেগেছে তা মন্তব্য বাক্স থেকে সহজেই অনুমান করা যায়। গানের সঙ্গে ভিডিও করে ডিসেম্বরের প্রথমদিনে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। পার্শ্বকণ্ঠ ও গিটারে ছিলেন নাদিয়া রিছিল, লিড গিটারে গ্লোরিয়া মান্দা, কী-বোর্ডে আকিউ মার্মা, কম্পোজার শরীফ সুমন ও সাউন্ড ডিজাইন করেছেন শরীফ সুমন ও রিজভী।

শুধু মেয়েরা মিলে একটা ব্যান্ড গড়ে তোলা নিঃসন্দেহে বিরাট উদ্যমের কাজ। সেই উদ্যম তারা পেয়েছেন নিজস্ব সংস্কৃতির প্রতি প্রেম থেকে। যে কারণে ব্যান্ড গড়ার সময়ই নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে ফেলেছেন। এ বিষয়ে নাদিয়া বলেন, ‘আমরা চেয়েছি নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে। নিজস্ব সংস্কৃতি বলতে আমাদের আদিবাসী সংস্কৃতিই শুধু নয়, বাংলাদেশের ফোক কালচারটাও আমরা তুলে ধরতে চাই।’

এফ মাইনর নিজেদের সংস্কৃতির পাশাপাশি আরো একটা ব্যাপার তুলে ধরতে চায় গানে গানে, তা হলো নারীর স্বাধীনতা, নারীর অধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোম ইকোনমিকস ইউনিটের ছাত্রী আকিউ বলেন, ‘নিজস্ব সংস্কৃতিচর্চার তাগিদ তো আমাদের রয়েছেই, পাশাপাশি নারী অধিকারের ব্যাপারটাও আমরা গুরুত্ব দিতে চাই। সেটা আমাদের গানের ব্যান্ডের মাধ্যমেই। এই ব্যান্ডের সব সদস্য নারী, আমাদের এই ফরম্যাটের মধ্যেই নারীর স্বাধীনতার ব্যাপারটা ফুটে ওঠে। পাশাপাশি নারী অধিকার নিয়ে কাজ করার ইচ্ছে আছে আমাদের।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads