• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

ছেলের সঙ্গে গাইলেন ঈশিতা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০১৯

অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা ও তার পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে যাভীর দৌলার মাধ্যমে ‘আবার এলো যে সন্ধ্যা’ শিরোনামের পুরনো গানটি আবারো শ্রোতাদের সামনে আসতে যাচ্ছে। মা-ছেলে গানটি নতুন সংগীতায়োজনে কণ্ঠে তুলেছেন সম্প্রতি। সংগীতায়োজন করেছেন মেহেদী লং। গল্পনির্ভর একটি ভিডিও নির্মাণ করেছেন মঞ্জু আহমেদ। এতে মডেলও হয়েছেন মা-ছেলে দুজনে।

‘আবার এলো যে সন্ধ্যা’ উল্লেখযোগ্য বাংলা গানের মধ্যে অন্যতম। ১৯৭৫ সালে প্রকাশিত এই গানটি লিখেছেন এস এম হেদায়েত, সুর করেন লাকী আখান্দ আর গেয়েছেন তারই ভাই হ্যাপী আখান্দ। তিনজনই প্রয়াত।

অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা শুরু থেকেই গান করেন, বিষয়টি অনেকেরই জানা। তবে তার ছেলে যাভীর দৌলাকে নিয়ে এবারই আনুষ্ঠানিকভাবে কোনো গান করলেন। জানা গেছে, দুজনারই পছন্দ ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি। তাই এটিকে বেছে নিয়েছেন তারা।

ঈশিতা বলেন, ‘যাভীর চার বছর বয়স থেকেই গান শিখছে। ওর খুব শখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দুজনে মিলে প্রিয় গানটি বেছে নিলাম। অনেক আনন্দ নিয়ে আমরা মা-ছেলে গানটিতে ভয়েস দিয়েছি, শুটিংয়ে অংশ নিয়েছি। কেমন হলো, সেই উত্তরের আশায় থাকলাম শ্রোতা-দর্শকদের কাছে।’

জানা গেছে, নতুন বছরের প্রথম দিকেই জি-সিরিজের ব্যানারে গানচিত্রটি প্রকাশ হবে।

গেল বছর ‘তোমার জানালায়’ শিরোনামের গান দিয়ে প্রায় ১৬ বছর পর সংগীতে ফেরেন ঈশিতা। সোহেল আরমানের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেন ইবরার টিপু। গানের অডিও-ভিডিও প্রশংসা পায়। সর্বশেষ গত ঈদে প্রকাশ হয়েছে ঈশিতার ‘আমার অভিমান’ শিরোনামের একটি গান।

এদিকে গত বছর রেদওয়ান রনির ‘পাতা ঝরার দিন’ নাটকের মাধ্যমে অনেক দিন পর নাটকে প্রত্যাবর্তন ঘটে ঈশিতার। নাটকটি বেশ প্রশংসিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads