• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

শোবিজ

গল্প ও রঙের শৈলীতে ‘রঙ বেরঙের গল্প’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ ডিসেম্বর ২০১৯

ছোটবেলায় নানা ধরনের গল্প পড়ে আনন্দে মেতে ওঠার স্মৃতি আমাদের সবার মনে আছে। এই বড়বেলাতে রুদ্ধশ্বাসে কোনো বই শেষ করতে পারলেও ছোটবেলার সেই নানা রঙের রূপকথাগুলো কিন্তু স্মৃতিতে চেপে বসেই আছে। এই যুগে যত নতুন প্রযুক্তিই আসুক না কেন, ছোটবেলার সেই বইগুলোর অন্য কোনো বিকল্প কিন্তু খুঁজে পাওয়া যায়নি। বই পড়ার অভ্যাসটা গড়ে তোলা উচিত শৈশব থেকেই। যেহেতু প্রতিদিনই নতুন নতুন জিনিস শিশুদের জীবনে প্রবেশ করছে, তাই এই গল্পের বইগুলোকে যদি নতুনরূপে শিশুদের মধ্যে তুলে ধরা যায় তবেই তা জায়গা করে নিবে ওদের মনে।

তাই শুধু তাদের কথা ভেবে ছবি দিয়ে তৈরি বিভিন্ন গল্পের বই হতে নির্মাণ হয়েছে দুরন্ত টিভির অনুষ্ঠান রঙ-বেরঙের গল্প। বইয়ের পাতার বিভিন্ন ছবির সঙ্গে মিল রেখে বর্ণনার মাধ্যমে গল্পের মতো করে উপস্থাপন করা হয়েছে। গল্পের প্রয়োজন অনুযায়ী যে ধরনের চরিত্র আসছে তা বাংলায় অনুবাদ করে ছবির ভাষাকে শিশুদের জন্য আরো গ্রহণযোগ্য করে উপস্থাপন করা হয়েছে। সামাজিক অবক্ষয়রোধে শিশুদের মধ্যে উন্নত রুচি-সংস্কৃতি তৈরি করতে দুরন্ত টিভির এ উদ্যোগ  নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক।

এই অনুষ্ঠানটি মূলত রুম-টু-রিড-এর কিছু বইয়ের ছবি থেকে গল্প আকারে তৈরি করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মেহেদী হাসান স্বাধীন। অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি প্রতি রবি থেকে বৃহস্পতিবার, রাত ৯ টায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads