• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

রক্তজবা মম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর ২০১৯

কত নারী আসলে মুক্তিযুদ্ধের সময় সম্ভ্রম হারিয়েছেন, সে সংখ্যা গণনার অতীত। তাদের অনেকেই আত্মহত্যা করেছেন, অনেকেই হারিয়ে গেছেন লোকচক্ষুর অন্তরালে। তেমনই এক কিশোরীর করুণ কাহিনী ‘রক্তজবা’।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এবং রাজাকারদের নির্যাতনের শিকার এক কিশোরীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রক্তজবা’র কাহিনী। দেশ স্বাধীন হওয়ার পর, একমাত্র সন্তানকে আর ফিরে পাননি জবার মা-বাবা।

সাংবাদিক ও লেখক নাজমুল হক তপনের লেখা মুক্তিযুদ্ধ নিয়ে গল্প ‘রক্তজবা’ অবলম্বনে এক পর্বের নাটক শুটিং শেষ হয়েছে চলতি সপ্তাহে। তরুণ পরিচালক সাইফুল ইসলামের পরিচালনায় ‘রক্তজবা’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জাকিয়া বারী মম এবং আবু হুরায়রা তানভীরসহ অনেকেই।

গত ২০ এবং ২১ ডিসেম্বর মানিকগঞ্জের সিঙ্গাইরের একটি গ্রামে রক্তজবার শুটিং সম্পন্ন হয়। নাটকটি এ বছর ডিসেম্বর মাসের ৩০ তারিখ একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হওয়ার কথা রয়েছে।

নাটকে অভিনয় প্রসঙ্গে মম বলেন, এ ধরনের গল্প আমাদের সমাজের আনাচে-কানাচে রয়েছে। এমন অনেক নারী রয়েছেন যারা একাত্তরে যুদ্ধের ময়দানে নিজেদের বিলিয়ে দিয়েছেন। আমরা না পেরেছি তাদের চিহ্নিত করতে, না পেরেছি সম্মান জানাতে। এসব করুণ কাহিনীর খণ্ডচিত্র এই নাটক। আমি এমন একটা চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে সম্মানিত মনে করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads