• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

সম্পার চ্যানেল ‘এসডি নজরুল’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর ২০১৯

সম্পা দাস, একাধারে একজন শিক্ষক এবং এ দেশের একজন প্রথিতযশা নজরুল সংগীতশিল্পী। শিক্ষকতার বাইরে যে টুকু সময় তিনি পান, তার পুরোটাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরেই থাকে তার যত ভাবনা, কর্ম। সম্পা দাসের একটি নিজস্ব ইউটিউব চ্যানেলে রয়েছে। নাম ‘এসডি নজরুল’। এই চ্যানেলে সম্পা দাসের নিজের গাওয়া ৫০০ গানও রয়েছে। নানা সময়ে গাওয়া নজরুলের গানগুলো এই চ্যানেলে স্থান পেয়েছে। তবে সম্পার লক্ষ্য-নজরুলের প্রকাশিত তিন হাজার ১৭৬টি গানের বাইরেও যে আরো কিছু গান রয়েছে, সেই গানগুলোর পেছনের গল্প জানা এবং সারা বিশ্বকে তা জানানো। নজরুলের অপ্রকাশিত গানগুলো কোন রাগের কোন সুরের ওপর করা, সেসব তথ্য জানানোর লক্ষ্যেই সম্পা নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন। অবশ্য এই ক্ষেত্রে সম্পা নিজে আরো বেশি উৎসাহী হয়ে উঠছেন পিএইচডি করতে গিয়ে।

জাতীয় কবি কাজ নজরুলের ওপর তিনি ডক্টরেট করছেন। সম্পা দাস যদিও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্মের ছাত্রী; কিন্তু তিনি নজরুলের ওপর গবেষণা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসার আহমেদের অধীনে। তার বিষয় হচ্ছে ‘নজরুলের গানের চিত্রকল্প : প্রেম, দ্রোহ ও সমাজ ভাবনা’। মূলত গবেষণা করতে গিয়েই যেন সম্পা দাস নজরুল সম্পর্কে আরো অধিক তথ্য পাচ্ছেন, আরো বেশি আগ্রহী হয়ে উঠছেন নজরুল সম্পর্কে জানার, নজরুলকে বোঝার।

সম্পা দাস বলেন, ‘আমি আমার অবস্থান থেকে আমাদের জাতীয় কবি নজরুলকে নিয়ে কাজ করে যাচ্ছি। হয়তো একদিন আমি থাকব না। কিন্তু সারা বিশ্ব নিশ্চয়ই একদিন জানবে, বুঝবে নজরুল কে ছিলেন। তিনি কত বড় একজন মানুষ ছিলেন তা বুঝবেন। আমাদের নজরুল এখনো অনাবিষ্কৃত। তার কর্মময় জীবন ছিল মাত্র ২২ বছর। তার কবিসত্তার, তার সংগীত প্রতিভার বাইরেও যে আলাদা সত্তা আছে, তার পেছনের গল্পটা বের করে আনার চেষ্টা করছি। তিনি জাতীয় কবি। নজরুল ছিলেন মানুষের কবি। তার চিন্তাকে কোনোভাবেই নির্দিষ্ট সীমানায় চিন্তা করা যায় না। আমি আমার এই কাজে নিজেকে নিবেদিত করে রেখেছি।’

সম্পা বলেন, ‘একটি ছোট্ট উদাহরণ দিয়েই বলতে চাই, নজরুল তার গানে বলেছেন জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায় রামধনু হতে লাল রং ছানি আলতা পরাব পায়..। কী অসাধারণ কথা, আমাদের যান্ত্রিক জীবনে প্রেমের এই বোধ হারিয়ে গেছে বলেই আজ চারদিকে এত এত সমস্যা। যদি প্রেমে কবির মতো এই বোধ থাকত তাহলে আজকের প্রেমও হয়ে উঠত শাশ্বত সুন্দর।’

সম্পা দাস দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রাজধানীর লালমাটিয়া কলেজে সমার্জকর্ম বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত। তার দুটি অ্যালবামও আছে। একটি ২০১৪ সালে জি সিরিজ থেকে প্রকাশিত ‘কোথায় ঘন শ্যাম’ এবং ২০১৭ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত ‘আঁধারে বাঁধ অগ্নিসেতু’। সম্পা দাস বিভিন্ন সময়ে গানে তালিম নিয়েছেন নীলুফার ইয়াসমিন, ওস্তাদ ইয়াকুব আলী খান, খায়রুল আনাম শাকিল, ফাতেমা তুজ জোহরার কাছে। বর্তমানে কলকাতার অরুণ ভাদুরীর কাছে তালিম নিচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads