• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

চমক তারা’র কাল রাত্রি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর ২০১৯

চমক তারা, এ সময়ের একজন দর্শকপ্রিয় অভিনেত্রী। মঞ্চ, টেলিভিশন এবং সিনেমায় সমানতালে অভিনয় করছেন তিনি। তবে তার কাছে টেলিভিশন এবং সিনেমায় কাজ করার চেয়ে সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা হচ্ছে মঞ্চ। মঞ্চের কোনো নাটকে অভিনয়ের জন্য ডাক পেলে অন্য সব কাজ ছেড়ে দিয়ে তিনি মঞ্চের জন্যই নিবেদিত হয়ে ওঠেন। কারণ আজকের যতটুকুই তার দর্শক পরিচিত তার সবটুকুর পেছনেই মূল ভূমিকা রয়েছে মঞ্চের। ২০০৯ সালে রাজশাহীর মেয়ে চমক তারার ‘ঢাকা ড্রামা’তে কাজ শুরুর মধ্য দিয়ে মঞ্চে যাত্রা শুরু হয়। এ দলের হয়ে এক বছর কয়েকটি নাটকে অভিনয় করার পর ২০১০ সাল থেকে আজ অবধি ‘পদাতিক নাট্য সংসদ’-এর হয়েই নিয়মিত মঞ্চে অভিনয় করছেন। এই দলের হয়ে তিনি মঞ্চে অভিনয় করেছেন ‘জনমাঙ্ক’, ‘কালরাত্রি’, ‘বেদের মেয়ে’ ইত্যাদি নাটকে। আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির ‘স্টুডিও থিয়েটার হলে’ মঞ্চস্থ হবে চমক তারা অভিনীত ‘কালরাত্রি’ নাটকটি। এতে চমক একজন ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন তানভীর আহমেদ সিডনী এবং নির্দেশনায় দিয়েছেন ওয়াহিদুল ইসলাম। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে চমক তারা বলেন, ‘এই কালরাত্রি নাটকের প্রায় বিশটি মঞ্চায়নে আমি ছিলাম। বাকিগুলোতে নানা কারণে থাকা সম্ভব হয়নি। তবে এটা সত্যি, মঞ্চের প্রতি আমার ভীষণ দুর্বলতা। আমার কাছে মঞ্চ নাটকে কাজ করাটা সবার আগে। কারণ সেখানে আমি আমার নিজেকে সত্যিকার অর্থে খুঁজে পাই। আজ যথারীতি এই নাটকের মঞ্চায়নে আবার উপস্থিত হব। দর্শকের কাছে অনুরোধ রইল নাটকটি দেখতে শিল্পকলায় আসার জন্য।’ টিভিতে চমক তারা অভিনীত প্রথম নাটক ছিল আক্তারুজ্জামান তুহিন পরিচালিত ‘মহল্লার ভাই’। এরপর তিনি কায়সার আহমেদ, ইদ্রিস হায়দার, মাসুম আজিজ, মুজিবুর রহমান দিলু, নোমান হাসান খানসহ আরো অনেকে নাটকে অভিনয় করেছেন। চমকের মা নাজমা সুলতানার হাত ধরেই মঞ্চে চমকের অভিষেক হয়। তার বাবা নাজমুল হক রাজশাহী ক্যাডেট কলেজের ক্যাডেট ছিলেন। ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বরে তিনি মারা যান। চমক অভিনীত প্রথম সিনেমা ছিল ‘মা বাবা সন্তান’। এটি ২০১৬ সালে মুক্তি পায়। এরপর তিনি ‘মাস্তান ও পুলিশ’, ‘ধূসর কুয়াশা’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমায় কাজ করেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ গত ১৩ ডিসেম্বর মুক্তি পায়। তার অভিনীত নতুন ধারাবাহিক হচ্ছে আল হাজেনের ‘ছায়াছবি’। ২৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া চমক তারার আদরের ছোট বোন নুসরাত তামান্না রাত্রি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads