• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে স্বাগতা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০১৯

আগামী ভালোবাসা দিবস উপলক্ষে গিয়াসউদ্দিন সেলিম নির্মাণ করছেন ‘থ্রি কিসেস’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটিতে অভিনয় করবেন অভিনেত্রী স্বাগতা শানু।

দর্শকপ্রিয় এ অভিনেত্রী চলচ্চিত্রে আসেন শৈশবে। একাধিক ছবিতে তিনি শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন। নায়িকা হিসেবে তার প্রথম চলচ্চিত্র শত্রু শত্রু খেলা মুক্তি পায় ২০০৭ সালে। এছাড়া তিনি নিয়মিত ছোট পর্দায় অভিনয় করেন। স্বাগতা শৈশব থেকেই গান গাইতেন। ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে ছড়া গান গেয়ে তিনি দ্বিতীয় হয়েছিলেন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। বর্তমানে এই অভিনেত্রী ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

প্রায়ই নাটকে বাজেট স্বল্পতার অভিযোগ শোনা যায়। আপনিও কি তাই মনে করেন? এমন প্রশ্নের জবাবে স্বাগতা বলেন, ‘বর্তমান নাটকে বাজেট স্বল্পতা রয়েছে। এর জন্য চ্যানেল-পরিচালক দায়ী। প্রযোজককে সঠিক বাজেট দিতে হবে। তাহলে ভালো কাজ হবে। পরিচালক সব সময় কাজের মান ঠিক রাখতে চান। তবে বাজেটের কারণে তা হয়ে ওঠে না।’

গান নিয়মিত করেন স্বাগতা। কিন্তু সেটা তিনি প্রচার করেন না। কখনো পরিচালনায় দেখা যাবে? দেখা যাবে বলে জানালেন স্বাগতা। বলেন, চলচ্চিত্র পরিচালনাতেও দেখা যাবে, তবে একটু সময় লাগবে।

শোবিজের বেশির ভাগ এখন ওয়েব সিরিজে ঝুঁকছে, আপনাকে আকর্ষণ করে না? ভালো গল্প হলে কাজ করবেন বলে জানালেন। স্বাগতা বলেন, আমি যেটি লক্ষ করেছি এখন পর্যন্ত, ওয়েব সিরিজে অভিনেত্রীদের কাস্ট করা হয়নি। মডেলদের নিয়েই ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। যারা নিয়মিত অভিনয় করে না তারাই ওয়েব সিরিজ করছে। আমার ধারণা যেদিন নিয়মিত অভিনেত্রীদের ওয়েব সিরিজে কাস্ট করা হবে সেদিন আমাকেও করা হবে। ওয়েব সিরিজে কাজ করতে আপত্তি নেই। তবে যারা বানাচ্ছেন তারা অভিনেত্রীদের নিয়ে বানাচ্ছেন না। তারা চাচ্ছেন মডেল। যাদের ফেসবুক-ফলোয়ার বেশি তাদের নিয়ে ওয়েব সিরিজ হচ্ছে। সেটি সানাই করবে। আমি কি সানাইয়ের পাশে দাঁড়িয়ে ওয়েব সিরিজ করব? মানসম্মত ওয়েব সিরিজের অফার আসলে কাজ করব। দীর্ঘ ক্যারিয়ারের ১৩ বছরে কখনো মানহীন কাজ করিনি। আশা রাখি ভবিষ্যতেও করব না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads