• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯

শোবিজ

ব্যস্ত কাটছে কনার সময়

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০১৯

সময়টা এখন স্টেজ মৌসুমের। তাই এই সময়টায় সংগীতশিল্পীদের ব্যস্ততা থাকে অনেক বেশি। অনুরূপভাবে এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনারও ব্যস্ততা অন্যান্য সংগীতশিল্পীর চেয়ে একটু বেশিই বটে। কারণ স্টেজ শোতে তার সমসাময়িক শিল্পীদের মধ্যে তারই চাহিদা শীর্ষে। বছরের শুরুটা স্টেজ শোতে কনার যাত্রা শুরু হবে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে গান গাওয়ার মধ্য দিয়ে। তবে তারও আগে গতকাল তিনি হবিগঞ্জে দ্য প্যালেসে স্টেজ শোতে পারফর্ম করেছেন। এছাড়া আগামীকাল রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ মিলনায়তনে সংগীত পরিবেশন করবেন কনা। তবে বছরের প্রথমদিনে তিনি কোনো শো রাখেননি। বছরের দ্বিতীয় দিনে অর্থাৎ ২ জানুয়ারি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত পরিবেশন করবেন। ৩ জানুয়ারি রাজশাহীতে, ৫ জানুয়ারি ময়মনসিংহসহ টানা আরো অন্যান্য জেলায় তিনি স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকবেন।

এদিকে আগামী জানুয়ারিতে মুক্তি প্রতীক্ষিত নিয়ামুল মুক্তার ‘কাঠবিড়ালি’ সিনেমায় ইমন চৌধুরীর সুর সংগীতে ময়মনসিংহের শিল্পী নয়ন চাঁনের একটি গান আবারো গেয়েছেন কনা। গানটির শিরোনাম ‘মল্লিকা মালতী’ রাখা হয়েছে। এছাড়া কনা এরই মধ্যে সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’ গানে কণ্ঠ দিয়েছেন। এই গানটি লিখেছেন কবির বকুল এবং সুর সংগীত করেছেন ইমন সাহা। এতে কনার সঙ্গে গেয়েছেন ইমরান।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কনা বলেন, ‘সবাইকে ইংরেজি নতুন বছরের শুভচ্ছো। ২০১৯টা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো কেটেছে। আমার শুভ কামনা থাকল সবার জন্য যেন আগামী বছরটাও সবার ভালো কাটে। আর এরই মধ্যে দুটি নতুন সিনেমায় গান গেয়েছি। মল্লিকা মালতী শিরোনামের গানটি নিয়ে আমি একটু বেশিই আশাবাদী। এই গানটি একেবারেই অন্যরকম একটি গান। আর বছরের শুরুটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্টেজ শো দিয়ে। আশা করছি আগামী বছরটা ভালো কাটবে আমার। সবার দোয়া প্রত্যাশী আমি।’

এদিকে কনা মিরপুর ডিওএইচএসের শপিং কমপ্লেক্সের দশম তলায় প্লে হাউজের যাত্রা শুরু করেছেন। শিশুদের জন্য নিরাপদ খেলার জায়গা হিসেবেই এর যাত্রা শুরু হয়েছে। অভিভাবকদের প্রতি তাদের বাচ্চাদের নিয়ে এই প্লে হাউজে যাওয়ার জন্য কনা বিশেষভাবে অনুরোধ করেছেন। এদিকে প্রচণ্ড ঠাণ্ডায় গেল ২৮ ডিসেম্বর পাবনায় এবং তার আগে ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জে স্টেজ শোতে অংশ নেন কনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads