• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

ফারহানা মিলির ‘অতিথি’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০১৯

২০১৯-এর শেষ দিন আজ। আর বছরের শেষদিনে জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলি অভিনীত ‘অতিথি’ নাটক প্রচারের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে। জামাল হোসেনের রচনায় ‘অতিথি’ নাটকটি আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যানেলে আইতে প্রচার হবে। নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। গেল অক্টোবর মাসে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। বছরের শেষ নাটক হিসেবেই আজ চ্যানেল আইতে ‘অতিথি’ নাটকটি প্রচার হবে। নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জামাল হোসেনের মেয়ে রঙ্গন।

অতিথি নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘জামাল হোসেন ভাইয়ের কথা আগে শুনেছি আমি। তিনি একজন গীতিকবি, সেটাই জানতাম আমি। কিন্তু তিনি যে নাটকও রচনা করেন সেটা জানা ছিল না। তিনি যে বেশ ভালো গল্প রচনা করেন সেটা তার অতিথি নাটকে কাজ করতে গিয়ে উপলব্ধি করেছি। নাটকটির গল্প একটু অন্যরকম, অনেকটাই গুছিয়ে বলা গল্প। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। রঙ্গনের প্রথম কাজ ছিল আমার সঙ্গে। সে-ও চেষ্টা করেছে নিজের চরিত্রটি ভালোভাবে করতে। দর্শকের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে।’

এর আগে জামাল হোসেনের লেখা ‘গন্তব্য’, ‘স্মারক’ ও ‘বিপ্রতীপ’ নাটক তিনটি দর্শকপ্রিয়তা পায়। তিনটি নাটকই নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। ফারহানা মিলি এরই মধ্যে নজরুল ইসলাম রাজুর নির্দেশনায় নতুন ধারাবাহিক ‘ঘুমন্ত শহরে’র কাজ শুরু করেছেন। শিগগিরই শেষ হয়ে আসছে আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক মিলি অভিনীত রঞ্জিত সরকার পরিচালিত ‘চিটিং মাস্টার’ ধারাবাহিকটি। এদিকে ফারহানা মিলি জয়ন্ত রোজারিওর নির্দেশনায় সর্বশেষ একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। ফারহানা মিলি অভিনীত বহুল দর্শকপ্রিয় সিনেমা হচ্ছে ‘মনপুরা’। এই সিনেমাতে পরী চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। তবে এরপর মিলিকে আর কোনো নতুন সিনেমায় দেখা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads