• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
দ্যুতি ছড়াচ্ছে মেড ইন বাংলাদেশ

ফাইল ছবি

শোবিজ

দ্যুতি ছড়াচ্ছে মেড ইন বাংলাদেশ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ জানুয়ারি ২০২০

বাংলাদেশে এখনো মুক্তি পায়নি ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রটি। তবে তার আগেই বিশ্বদরবারে প্রশংসা কুড়াচ্ছে লেখক-পরিচালক রুবাইয়াত হোসেন পরিচালিত ‘মেড ইন বাংলাদেশ’। শুধু তা-ই নয়, চলচ্চিত্রটি এরই মধ্যে দেশ-বিদেশের বেশ কয়েকটি নামকরা পুরস্কার অর্জন করেছে। গত ৪ ডিসেম্বর ইউরোপের বিভিন্ন দেশের ৭১টি হলে মুক্তি পেয়ে চলচ্চিত্রটি পঞ্চম সপ্তাহে এসেও দেশগুলোর ৬৪টি হলে প্রদর্শিত হচ্ছে। আর চলতি বছরে কানাডা ও আমেরিকাসহ অন্যান্য দেশে মুক্তির জন্য ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছে ছবিটি। একই সাথে বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানালেন চলচ্চিত্রটির অন্যতম প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ।

নারীর আত্মনির্ভরশীলতায় পোশাকশিল্পের ভূমিকার আলোকে দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘মেড ইন বাংলাদেশ’। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। এছাড়া বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী। এর আগে টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ‘মেড ইন বাংলাদেশ’র। এছাড়া ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে চলচ্চিত্রটি। ইতালির টোরিনো চলচ্চিত্র উৎসবে ইন্টারফেদি পুরস্কার এবং ফ্রান্সের এমিয়েন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা দর্শক পুরস্কার ও জুরি পুরস্কারসহ মোট ৩টি পুরস্কার জিতে নিয়েছে এই চলচ্চিত্র।

এবার আরো একটি সাফল্য যুক্ত হলো এই চলচ্চিত্রে। বিশ্বের শীর্ষস্থানীয় হোম ভিডিও প্লাটফর্ম ক্রাইটেরিয়ন কালেকশনের চলচ্চিত্র সাময়িকী দ্য কারেন্ট ‘দশের দশকের গুপ্তধন’ নামে ১০টি চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে। যেখানে স্থান করে নিয়েছে বাংলাদেশি পরিচালক রুবাইয়াত হোসেন পরিচালিত ‘মেড ইন বাংলাদেশ’ ছবিটি। এ তালিকায় আরো রয়েছে টমি লি জোন্সের কান-এ গোল্ডেন-পাম নমিনেটেড ‘দ্য হর্সম্যান’ (২০১৪), ভেনিস চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কারজয়ী দুটি ছবি আলিস্নচ সেইডলের ‘প্যারাডাইস : ফেইথ’ (২০১২) ও আনা লিলি আমানপো পরিচালিত ‘দ্য ব্যাড ব্যাচ’ (২০১৬), সানড্যান্স-এ সেরা চিত্রনাট্য পুরস্কারজয়ী ম্যাট স্পাইসারের ‘ইনগ্রিড গোজ ওয়েস্ট’ (২০১৮) ও নাডিন লাবাকির অস্কার-নমিনেটেড ও কান-এ জুরি পুরস্কার জয়ী ‘ক্যাপারনাম’ (২০১৮)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads