• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
অপূর্ব, মম ও মৌসুমীর ‘বৃষ্টিধারা’

সংগৃহীত ছবি

শোবিজ

অপূর্ব, মম ও মৌসুমীর ‘বৃষ্টিধারা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ জানুয়ারি ২০২০

বছরের শুরুতেই ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় তিন অভিনয়শিল্পীকে নিয়ে নাটক নির্মাণ করেছেন তরুণ নাট্যনির্মাতা আসাদুজ্জামান আসাদ। মূলত আসাদ নাটক নির্মাণে একজন ক্যামেরাম্যান হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন। এর আগেও তিনি জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে দুটি নাটক নির্মাণ করেছিলেন। বছরের শুরুতে তিনি আবারো অপূর্ব এবং সঙ্গে জাকিয়া বারী মম, মৌসুমী হামিদকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘বৃষ্টিধারা’।

গেল বৃহস্পতি ও শুক্রবার দুদিন রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ করেছেন আসাদুজ্জামান আসাদ। ‘স্বদেশ এন্টারটেইনমেন্টে’র প্রযোজনায় নির্মিত এই নাটকটি ‘স্বদেশ এন্টারটেইনমেন্টে’র ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে। নাটকটিতে অপূর্ব অভিনয় করেছেন রায়হান চরিত্রে, বৃষ্টি ও ধারা চরিত্রে যথাক্রমে অভিনয় করেছেন মম ও মৌসুমী হামিদ। চলতি বছরের শুরুতে তার প্রথমবারের মতো একসঙ্গে কোনো খণ্ডনাটকে কাজ করেছেন। অবশ্য এর আগেও তারা একসঙ্গে অভিনয় করেছেন, তবে নতুন বছরে প্রথম।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এর আগেও আসাদের নির্দেশনায় আমি দুটি নাটকে অভিনয় করেছি । নাটক নির্মাণের ক্ষেত্রে তার আন্তরিকতার কোনো কমতি থাকে না। যথেষ্ট ধৈর্য নিয়ে বুঝে নাটক নির্মাণ করে। আর প্রথমদিন আমার শরীর একটু খারাপ থাকায় যতটা এফোর্ট দেওয়ার দরকার ছিলো ততটা দিতে পারিনি। কিন্তু আমার আন্তরিকতার কোনো কমতি ছিল না। যতটা পেরেছি সহযোগিতা করেছি। মম এবং মৌসুমী দুজনই চমৎকার অভিনয় করে এবং এটা প্রমাণিতও বটে। আশা করছি নাটকটি ভালো লাগবে দর্শকের।’

জাকিয়া বারী মম বলেন, ‘অপূর্ব এই সময়ে এসে অভিনয়ে নিজেকে এতটাই পরিপক্ব করে তুলেছে যে, তার নামের প্রতিই যথাযথ বিচার করেছে। অপূর্ব একজন আপাদমস্তক অভিনেতা। আমি একজন সহকর্মী হিসেবেই তার কাজে মুগ্ধ হই এমনটি নয়, একজন দর্শক হিসেবেও তার কাজের ভক্ত আমি। রোমান্টিক গল্পের নাটকে অপূর্ব এক কথায় আনপ্যারালাল। বৃষ্টি ধারা নাটকে তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আশা করছি দর্শকের কাছে উপভোগ্য হবে।’

মৌসুমী হামিদ বলেন, ‘বছরের শুরুতেই একটি সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছি। আশা করছি নাটকটি ভালো লাগবে দর্শকের।’

‘বৃষ্টিধারা’ নাটকটি রচনা করেছেন জহির করিম। এদিকে অপূর্বকে নিয়ে এর আগে আসাদুজ্জামান আসাদ ‘নাটকীয় প্রেম’ ও ‘আফটার ম্যারেজ’ নাটক নির্মাণ করেছিলেন আসাদুজ্জামান আসাদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads