• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
জেমসের সেলাই দিদিমণি থেকে চলচ্চিত্র

ফাইল ছবি

শোবিজ

জেমসের সেলাই দিদিমণি থেকে চলচ্চিত্র

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০২০

কণ্ঠশিল্পী জেমসের গান থেকে অনুপ্রাণিত হয়ে নতুন চলচ্চিত্রের কাজে হাত দিচ্ছেন পরিচালক রিয়াজুল রিজু। তার প্রথম চলচ্চিত্র ছিল ‘বাপজানের বায়োস্কোপ’ (২০১৫)। ছবিটি ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসরে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক’সহ ৮টি বিভাগে পুরস্কৃত হয়।

মাঝে লম্বা প্রস্তুতি নিয়ে রিয়াজুল রিজু আবারো মাঠে নামলেন। জানালেন নতুন ছবি নির্মাণের খবর।

গতকাল রিয়াজুল রিজু বলেন, ছবিটির নাম নিয়েছি জেমস ভাইয়ের ‘সেলাই দিদিমণি’ গানটি থেকে অনুপ্রাণিত হয়ে। এই ছবিটি নির্মাণের পেছনে গানটির অবদান আছে। আমি তার একজন অন্ধ ভক্ত। সবচেয়ে বড় কথা, এ ধরনের গান ও গল্প আমাদের সমাজে নিয়মিত হওয়া দরকার বলেও মনে করছি। এমন অনুভূতি থেকেই সিনেমাটি নির্মাণে হাত দিলাম। ছবিটির শুটিং শুরু হবে ফেব্রুয়ারির শুরুতে। চলছে কাস্টিং চূড়ান্তকরণ প্রক্রিয়া।

রিয়াজুল রিজু বলেন, ‘বাপজানের বায়োস্কোপ’ বানানোর পর নানা কারণে দীর্ঘদিন চলচ্চিত্র নির্মাণ থেকে বিরত ছিলাম। মাঝে ‘প্রেমের কবিতা ও কাঙাল’ বানানোর ইচ্ছা থাকলেও বিভিন্ন জটিলতায় তা আর হয়নি। তবে এবার আমার শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করছি, লেডি অ্যাকশন ধাঁচের ‘দিদিমণি’ চলচ্চিত্রটি দ্রুত শেষ করে দর্শকদের উপহার দিতে পারব।

প্রধান নারী চরিত্রসহ অন্যান্য কলাকুশলীতে বেশ চমক রয়েছে জানিয়ে রিজু বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরো বিষয়টি জানাব।

রিয়াজুল রিজুর চিত্রনাট্য ও পরিচালনায় ‘দিদিমণি’ চলচ্চিত্রটির কাহিনি ও সংলাপ লিখেছেন অনিক বিশ্বাস।

২০০৩ সালে জেমসের পঞ্চম একক অ্যালবাম ‘আমি তোমাদেরই লোক’  মুক্তি পায়। সেই অ্যালবামে স্থান পায় ‘সেলাই দিদিমণি’ গানটি। এটি লিখেছেন যৌথভাবে বিশু শিকদার ও জেমস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads