• বুধবার, ২২ মে ২০২৪, ৮ জৈষ্ঠ ১৪২৮

শোবিজ

পপির চ্যালেঞ্জ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ জানুয়ারি ২০২০

দেশের আলোচিত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। মাঝখানে কিছুটা থেমে গেলেও চলতি বছরে বেশ সরব হতে দেখা যায় তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকাকে। কয়েকটি ছবিতে অভিনয়ের পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেন তিনি। স্টেজ ও চলচ্চিত্রের কাজ নিয়ে ভালোই ব্যস্ত ছিলেন এ তারকা। নতুন বছর নিয়েও আশাবাদী পপি। তিনি বলেন, ‘২০২০ সাল হবে আমার জন্য অন্যরকমের এক চ্যালেঞ্জের বছর। নতুন বছর নিয়েও আমি আশাবাদী। সিনেমা হোক আর নাটক, ভালো ভালো গল্পে কাজ করার চেষ্টা করব। তবে নতুন কাজের আগে পুরনো জমে থাকা কাজগুলো শেষ করার ইচ্ছে আছে।  আমি মনে করি, দর্শকরা সব সময়ের মতো আমার পাশেই থাকবেন।’

বর্তমানে বড়পর্দার ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন পপি। গত বছরের মাঝামাঝি সময়ে শুরু করেন ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কাজ। ছবিতে ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছবিতে অন্যরকম এক পার্বতীকে দেখা যাবে। এতে পপির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এছাড়া সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ নামের একটি চলচ্চিত্রের কাজ করছেন।

তবে ‘পার্বতী’ চরিত্রটি একটি বিশেষ চরিত্র বলে জানান পপি। “আমার অনেকগুলো স্বপ্নের চরিত্র আছে। এর মধ্যে ‘পার্বতী’ চরিত্রটি অন্যতম। এ নামটি শুনলেই শিহরিত হই। পার্বতী একটি ঐতিহাসিক চরিত্র। তবে কষ্টের বিষয় হলো কিছুতেই সিনেমাটি শেষ হয়েও হচ্ছে না। আমি চাই এই সিনেমাটি দ্রুত শেষ হোক। কারণ নিজেকে পার্বতীরূপে পর্দায় দেখার জন্য আমি নিজেই মুখিয়ে আছি। আমার বিশ্বাস নির্মাতা এবং প্রযোজক এই সিনেমার কাজ শেষ করবেন। দর্শকও তাদের প্রতীক্ষার প্রহর শেষে সিনেমাটি দেখতে হলে যাবেন”- বলেন তিনি। আপাতত বিয়ে প্রসঙ্গে কোনো কিছুই ভাবছেন না এ তারকা। নতুন বছরে নিজের কাজ নিয়েই ডুবে থাকতে চান।

এর মধ্যে উৎসবমুখর পরিবেশে হয়ে গেল চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন। এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ৩২৫ ভোটে পেয়ে কার্যকরী সদস্যপদে জিতেছেন চিত্রনায়িকা পপি। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে বেশ উচ্ছ্বসিত এ তারকা বলেন, ‘এটা আমার জন্য একটা বড় পাওয়া। যেহেতু আমি ছবির জগতের মানুষ, তাই বাংলা ছবি সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করতে চাই। দোয়া করবেন, আমি যাতে আমার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads