• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

শুভ জন্মদিন তপন চৌধুরী ও আঁখি আলমগীর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ জানুয়ারি ২০২০

আজ বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি সংগীতশিল্পী তপন চৌধুরী এবং বাংলাদেশের স্টেজ শো’র অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন। এবারের জন্মদিনটি যেন আঁখি আলমগীরের কাছে ব্যতিক্রম একটি জন্মদিন। কারণ কিছুদিন আগেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এর আগে ছোটবেলায় প্রয়াত আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমায় অভিনয়ে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। কিন্তু ৩৫ বছর পর পেলেন তিনি শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে। তাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তির পর এবারই প্রথম জন্মদিন উদযাপন করছেন তিনি। তবে এবারের জন্মদিন শুধুই পরিবারের সঙ্গে কাটবে বলে জানিয়েছেন আঁখি আলমগীর। ‘ভাত দে’ সিনেমায় অভিনয় করেছিলেন আঁখি আলমগীর। আবার একই সিনেমায় গান গেয়েছিলেন তপন চৌধুরী। এই সিনেমায় ‘কতো কাঁদলাম কতো গো সাধলাম আইলা না’ গানটি তপন চৌধুরীর কণ্ঠে সে সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সেই তপন চৌধুরী কানাডা থেকে কিছুদিন আগে দেশে এসেছেন ঢাকা এবং ঢাকার আশপাশে স্টেজ শোতে অংশ নিতে। যথারীতি জন্মদিনটা তার এবারো দেশেই উদযাপন করতে হচ্ছে। তবে স্ত্রী শর্মিলা ও সত্যমকে দূরে রেখেই এবার জন্মদিন উদযাপন করতে হচ্ছে তাকে। জন্মদিনকে ঘিরে তপন চৌধুরীর বিশেষ কোনো আয়োজন নেই।

তপন চৌধুরী বলেন, ‘জন্মদিন এলে বিশেষত আমার বাবা, মাকে ভীষণ মিস করি। মিস করছি আমার স্ত্রী-সন্তানকে। ভীষণভাবে মনে পড়ে আমার ওস্তাদ স্বর্গীয় প্রিয়দা রঞ্জন সেন, ওস্তাদ মিহির লালাসহ আমার আজকের এই পর্যায়ে আসার নেপথ্যে যাদের কিছুটা হলেও অবদান রয়েছে। জন্মদিনে সবার কাছে আশীর্বাদ চাই যেন ঈশ্বর আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর সবাই যেন ভালো থাকেন,  দেশের জন্য নিবেদিত থেকে কাজ করে দেশকে যেন আন্তর্জাতিক অঙ্গনে আরো পরিচিত করে তোলেন।’

আঁখি আলমগীর বলেন, ‘সত্যি বলতে কী বছরজুড়ে পেশাগত কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে নিজেকেই হারিয়ে ফেলি। দায়িত্ব পালন করতে গিয়েই আসলে এমন হয়। তাই এবারের জন্মদিনে কোনো কাজ রাখিনি। বিশেষভাবে পরিবারকেই সময় দেব। দিনটিকে নিজের মতো করে মন দিয়ে উপভোগ করার চেষ্টা থাকবে আমার। আর এবারের জন্মদিনটা একটু বিশেষ এ কারণেই যে, কিছুদিন আগেই রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হলাম। তাই বাড়তি একটু আনন্দ তো আছেই মনে। সবমিলিয়েই এবারের জন্মদিন অনন্য হয়ে উঠবে আশা করছি। আর আল্লাহর বিশেষ রহমত যে, বছরজুড়েই স্টেজ শোতে আমি ব্যস্ত থাকি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও যে আমার গান শোনেন, আমার বাবার নামটি শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেন এটাই আসলে অনেক বড় প্রাপ্তি।’ এদিকে আগামী ১৮ জানুয়ারি রাজশাহীতে একটি স্টেজ শোতে অংশ  নেবেন তপন চৌধুরী। আর আঁখি আলমগীর জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি জুড়েই স্টেজ শোতে তার ব্যস্ততা রয়েছে। ঈদের পর তিনি দেশের বাইরে যাবেন স্টেজ শোতে। স্টেজ শোর ব্যস্ততার কারণে তার নতুন গান প্রকাশের সময় হয়ে উঠছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads