• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

প্রশংসা কুড়াচ্ছেন অধরা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০২০

অধরা জাহান, একজন গীতিকবি, অভিনেত্রী এবং উপস্থাপিকা। তবে উপস্থাপনাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। গত বছরের শেষ প্রান্তে এসে উপস্থাপনায় নিজেকে আরো একটু মেলে ধরেছেন নান্দনিকভাবে। উপস্থাপনা যে একটা অন্যরকম শিল্পী তা বুকে লালন করেই তিনি তা করার চেষ্টা করেন। অবশ্য তার প্রমাণও মিলেছে গত বছরের শেষ প্রান্তে দীপ্ত টিভিতে প্রচারিত ‘গল্প স্বল্প আর গান’ অনুষ্ঠানের উপস্থাপনা করতে গিয়ে। তারও আগে গত বছরের সংগীতাঙ্গনের উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান ‘বশির আহমেদ সম্মাননা’ অনুষ্ঠানটি একা উপস্থাপনার মধ্যদিয়ে উপস্থাপনায় ভূয়সী প্রশংসা কুড়ান তিনি।

দীর্ঘ প্রায় তিন ঘণ্টার সেই অনুষ্ঠানটির নান্দনিকতা বেড়ে যায় অধরার উপস্থাপনার কারণেই। কারণ আগত অতিথিরা অধরার সুন্দর উপস্থাপনার ফাঁকে ফাঁকে ‘বশির আহমেদ সম্মাননা’ অনুষ্ঠানটি উপভোগ করছিলেন। কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমান সেই সময়ই বলেছিলেন, অনুষ্ঠানের উপস্থাপকের সুন্দর উপস্থাপনার কারণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছে। এমন কিংবদন্তির কাছ থেকে প্রশংসা একজন উপস্থাপকের আগামী দিনের পথচলাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, করেছে অধরাকেও।

বছরের শেষ প্রান্তে এসে দীপ্ত টিভিতে প্রচারিত ‘গল্প স্বল্প আর গান’ অনুষ্ঠানের উপস্থাপনা প্রসঙ্গে অধরা জাহান বলেন, ‘সত্যি বলতে কী উপস্থাপনা এমন একটি বিষয় যাতে নিজেকে অনেক কিছু সম্পর্কে প্রচুর জ্ঞান থাকতে হয়। আমি নিয়মিত দেশ-বিদেশের নানান বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি। অনেক অজানা বিষয় সম্পর্কে জানার প্রবল আগ্রহ। প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হাই আমি, তাদের জীবনবোধ, জীবনাচারণ, তাদের জীবন সংগ্রাম সর্বোপরি তাদের জীবনকে জানার চেষ্টা করি। একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিকে নির্ধারিত বিষয় সম্পর্কে তুলে ধরে তার কাছ থেকে জ্ঞান আহরণ করার চেষ্টা করি। আমি একজন উপস্থাপক হিসেবে নিজেকে যথাযথভাবেই উপস্থাপন করার চেষ্টা করি। আমার এখনো অনেক জানার বাকি। সারা জীবন জ্ঞান সংগ্রহ করেই নিজেকে সমৃদ্ধ করতে চাই।’

অভিনয়েও বেশ প্রশংসিত হচ্ছেন অধরা জাহান। দেশ টিভিতে প্রচার শেষ হলো অধরা জাহান অভিনীত শাহীন সরকার পরিচালিত ধারাবাহিক নাটক ‘দুলাভাই জিন্দাবাদ’। বাংলাদেশ টেলিভিশনে ‘ছায়াছন্দ’ অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে মূলত তিনি উপস্থাপক হিসেবে বেশি আলোচনায় আসেন। তার অভিনীত প্রথম নাটক এসএ হক অলিক পরিচালিত ‘ভালোবাসা মন্দবাসা’। এটি এনটিভিতে প্রচারিত হয়েছিল।

‘দীপ্ত’ টিভিতে প্রতি শুক্রবার সকাল ১০টায় ‘গল্প স্বল্প আর গান’ প্রচার হয়। মূলত এটি সত্তর-আশির দশকের বিখ্যাত গীতিকার, সুরকার, সংগীত পরিচালকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রচার হয়। অধরা জাহানের লেখা প্রকাশিত সর্বশেষ গান হচ্ছে ‘টুকরো অভিমান’। গানটি গেয়েছেন হোমায়রা বশির। গানটি সুর করেছেন হোমায়রা বশির ও সংগীতায়োজন করেছেন রাজা বশির।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads