• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

শোবিজ

রাজা-রুবায়েতের নতুন তিন গান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ জানুয়ারি ২০২০

কিছুদিন আগে একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেশে এসেছিলেন লন্ডনের দুই শিল্পী রাজা কাশেফ ও রুবাইয়েত জাহান। গত বছরের ১৩ ডিসেম্বর রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় রুনা লায়লার সুরে আশা ভোসলের বাংলা গান ‘চলে যাওয়া ঢেউ’র প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন তারা। তারপর তারা তিনটি গানের কাজও সম্পন্ন করেন। গান তিনটি হচ্ছে ‘অনুভবে’, ‘বৈশাখী মেলা’ ও ‘দুটি চোখ’। ‘অনুভবে’ গানটি লিখেছেন কবির বকুল, সুর-সংগীত করেছেন রাজা কাশেফ। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন রুবাইয়েত জাহান। ‘বৈশাখী’ গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর-সংগীত করেছেন রাজা কাশেফ। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুবাইয়েত জাহান। ‘দুটি চোখ’ গানটি লিখেছেন এবং সুর করেছেন হীরা কাঞ্চন হীরক। সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ।

‘অনুভবে’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী এবং গানটি প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। ‘বৈশাখী মেলাতে’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নূর হোসেন হীরা এবং এটি প্রকাশিত হবে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে। ‘দুটি চোখ’ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। তবে গানটি কোন চ্যানেলে প্রকাশিত হবে তা এখনো চূড়ান্ত নয়।

গানগুলো প্রসঙ্গে রুবাইয়েত জাহান বলেন, প্রত্যেকটি গান নিয়েই আমি ভীষণ আশাবাদী। কারণ প্রতিটি গানের কথা, সুর এবং সংগীতায়োজন খুব ভালো হয়েছে। সত্যি বলতে রাজার সংগীতায়োজন তো এরই মধ্যে বাংলাদেশের অনেক শ্রোতা-দর্শকের ভালো লেগেছে। যে কারণে ধ্রুব মিউজিক স্টেশন এবং আরটিভি থেকে বেশ আগ্রহ নিয়েই তাকে দিয়ে দুটি গানের কাজ করানো হয়েছে। আগামীতে আরো ভালো কাজ করার সুযোগ পেলে রাজা নিজের মেধাকে আরো প্রমাণিত করতে পারবে। তবে আমার বিশ্বাস এই তিনটি গান প্রকাশ পেলে নিঃসন্দেহে গানগুলো শ্রোতা দর্শকের মন ছুঁয়ে যাবে। কারণ এরই মধ্যে যারাই গানগুলো প্রাথমিকভাবে শুনেছেন, প্রত্যেকের কাছেই গানগুলোর কথা, সুর এবং সংগীতায়োজন ভীষণ ভালো লেগেছে। তাই গায়িকা হিসেবে আমারও গানগুলো নিয়ে প্রত্যাশা বেড়ে গেছে।

রাজা কাশেফ বলেন, আমি সব সময়ই প্রতিটি গানই ভীষণ যত্ন নিয়ে নিজের মেধা খাটিয়ে কাজ করার চেষ্টা করি। প্রতিটি গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে সুর করার যেমন চেষ্টা করি তেমনই সংগীতায়োজন করারও চেষ্টা করি। রুবাইয়েতের নতুন তিনটি গান হবে ২০২০ সালের প্রথম দিকের অনন্য এক চমক। একজন সংগীত পরিচালক হিসেবে তার নতুন এই তিন গানে শ্রোতা দর্শকরা নতুন রুবাইয়েতকে খুঁজে পাবেন নিঃসন্দেহে। বাকিটা সময়ের জন্য অপেক্ষা করতে হবে।

এদিকে আগামী ফেব্রুয়ারিতে আবারো ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে গত ২৮ ডিসেম্বর আরটিভি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রুবাইয়েত জাহান অনুষ্ঠানের শুরুতেই পারফর্ম করে সবাইকে মুগ্ধ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads