• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

শোবিজ

শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১২ জানুয়ারি ২০২০

শুরু হলো ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গতকাল শনিবার থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে। এ উৎসবের আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটি। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-এই স্লোগান সামনে রেখে নয় দিনব্যাপী এ আয়োজনে অংশ নিচ্ছে ৭৪ দেশের ২২০টি চলচ্চিত্র। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা ১১৭টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ১০৩টি। বাংলাদেশের চলচ্চিত্র আছে ২৬টি, যার মধ্যে ১৮টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন এবং ৮টি পূর্ণদৈর্ঘ্য।

উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের  শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রসেজ মিলনায়তন, মধুমিতা সিনেমা হল ও স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সীমান্ত স্কয়ারে।

উদ্বোধনী অনুষ্ঠানের পরই ‘উইন্ডো টু দ্য সি’ চলচ্চিত্রটি প্রদর্মিত হয়। স্পেন ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মিগুয়েল অ্যাঞ্জেল জিমেনেজ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads