• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

শোবিজ

পুতুল নাট্য ‘খাট্টা মিঠা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০২০

খাট্টা-মিঠা দুই বন্ধু । কিন্তু তারা কোনো সাধারণ বন্ধু নয়! কেন? কারণ তারা হাতের তৈরি পুতুল! হ্যাঁ, হাতে তৈরি পুতুলকে জীবন্ত রূপ দেওয়া হয়েছে খাট্টা-মিঠাতে! অনুষ্ঠানটি যেমন ভিন্নধর্মী, গল্পগুলোও তেমনি মজাদার। খাট্টা খুব চালাক ও দুষ্টু প্রকৃতির। মিঠা স্বভাবের দিক থেকে একেবারেই খাট্টার বিপরীত। মিঠা অত্যন্ত ধৈর্যশীল, দয়ালু্‌, বন্ধুপরায়ণ ও অনুগত প্রকৃতির। এই গল্পের মাধ্যমে শিশুরা জানবে খারাপ উদ্দেশ্য ও কাজ দিয়ে কখনোই কিছু জয় করা যায় না, দিনশেষে ভালোরই জয় হয়।

পুতুল নাচ আমাদের ঐতিহ্যের অন্যতম অংশ। আমাদের দেশে পুতুল নাচের মাধ্যমে সামাজিক মূল্যবোধের বিভিন্ন বার্তা শহর এবং গ্রামের মাসুষদের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। এক কথায় পুতুল নাট্য শহর এবং গ্রাম, যে কোনো পরিবেশে বেড়ে ওঠা শিশু-কিশোরদের জন্য আকর্ষণীয় ও মনোরম। এই গল্পের প্রতিটি পর্বই ভিন্নমাত্রার গল্প দিয়ে সাজানো, যা শিশুদের আনন্দপূর্ণ মুহূর্তের মধ্য দিয়ে ভালো মানুষ হওয়ার গুরুত্বকে তুলে ধরেছে। দুরন্ত টিভিতে এই ধারাবাহিক পাপেট নাটক আবারো প্রচারিত হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার, সকাল ১০টা ৩০ মিনিটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads