• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

উপস্থাপনাতেই মগ্ন ত্রয়ী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ জানুয়ারি ২০২০

আট বছর আগে ভীষণ ভালোলাগা থেকেই উপস্থাপনা শুরু এই সময়ের নন্দিত উপস্থাপক ত্রয়ী ইসলামের। আর এখন বলা যায় উপস্থাপনাই তার পেশা। তবে ত্রয়ীর ভাষ্যমতে কোনটা যে তার পেশা তা নির্দিষ্ট করে বলা তার জন্য কঠিন। কারণ কখনো তিনি নিজেকে উপস্থাপনায় ব্যস্ত রাখেন, কখনো আরজে গড়ে তোলার জন্য কোর্স করাতে ব্যস্ত, আবার কখনো নিজেই আরজে হিসেবে কাজ করেন। আবার গেল কয়েক মাস যাবৎ তিনি একটি ডেভেলপমেন্ট কোম্পানিতে কাজ করছেন।

তবে আজ জীবনের নতুন পথে বাঁক নিতে শুরু করেছেন তিনি। আজ তিনি ‘জি প্রোডাকশন’র লাইন প্রডিউসার হিসেবে কাজ শুরু করেছেন। যার কর্ণধার গহীন। তাই আজকের দিনটি ত্রয়ীর কাছে একটি অন্যরকম দিন। ‘জি প্রোডাকশন’র চেয়ারম্যান গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন। তার প্রতিষ্ঠানে লাইন প্রডিউসার হিসেবে কাজ করতে পারার সুযোগ পেয়ে ভীষণ খুশি ত্রয়ী। তবে উপস্থাপনাটা ত্রয়ী নিয়মিত করে যাবার আশাবাদ ব্যক্ত করেন। কারণ উপস্থাপনাই তার সবচেয়ে বেশি ভালো লাগে।

ত্রয়ী বলেন, ‘আমি ছোটবেলা থেকে নাটকে অভিনয় করছি। কিন্তু বিগত টানা বেশ কয়েক বছর ধরে উপস্থাপনায় নিজেকে এত ওতপ্রোতভাবে সম্পৃক্ত করে নিয়েছি যে উপস্থাপনা করতেই এখন সবচেয়ে বেশি ভালো লাগে। উপস্থাপনাতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য খুঁজে পাই। খুউব সত্যি কথা যদি বলতে হয় তাহলে বলা যেতে পারে, আমাকে যদি কেউ ঘুম থেকে উঠেই উপস্থাপনা করতে বলেন, সেটাও যেন আমার কাছে উপভোগ্য বিষয় হয়ে উঠবে।’

এদিকে ত্রয়ী গেল বছরের শেষপ্রান্ত থেকে দীপ্ত টিভিতে ‘দীপ্ত প্রভাতী’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন নিয়মিত। প্রতি শনি ও শুক্রবার সকাল সাতটা থেকে আটটায় দীপ্ত টিভির পর্দায় ত্রয়ীকে দেখা যায়। ত্রয়ীর স্বামী সংগীতশিল্পী শাওন গানওয়ালা। তার একমাত্র সন্তান চিঠি আগামী ৫ এপ্রিল তিন বছরে পা রাখবে। কর্মজীবী মা হিসেবে যতটা সময় দেবার প্রয়োজন সন্তানকে ততটা না দিতে পারার মধ্যেও কষ্ট আছে তার। তারপরও কাজের বাইরের পুরোটা সময় ত্রয়ী তার সন্তানকেই দিয়ে থাকেন। ত্রয়ীর শুরুটা এসএটিভি দিয়ে হলেও পরবর্তীকালে তিনি আরটিভি, এশিয়ান টিভি, একুশে টিভিতেও উপস্থাপনা করেছেন বিভিন্ন অনুষ্ঠানে।

মাত্র ছয় বছর বয়সে ‘পালাকার’-এ তার অভিনয় শুরু। এই দলে ছিলেন টানা দশ বছর। পরে ‘ঢাকা পদাতিক’ তাকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই দলের রবীন্দ্রনাথের ‘আপদ’ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এটি নির্দেশনা দিয়েছিলেন মাসুম আজিজ। টিভিতে তিনি আবুল হায়াত, অরুণ চৌধুরী, মাবরুর রশীদ বান্নাহসহ আরো অনেকের নাটকে অভিনয় করেছেন। ত্রয়ীর গ্রামের বাড়ি খুলনায়। তার বাবা মো. আবদুল্লাহ হিরণ ও মায়ের নাম সাবিনা ইয়াসমিন কলি। তার একমাত্র ছোট ভাই আদর্শ। শাওন গানওয়ালা’র সঙ্গে ত্রয়ীর বিয়ে হয় ২০১৭ সালের ৩০ জুন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads