• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

আইটেম গার্ল পূজা চেরী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি ২০২০

পূজা চেরী। ঢালিউডের শীর্ষ নায়িকা বনে গেছেন মাত্র দুই ছবির সফলতায়। আবেদনময়ী পূজার শারীরিক গড়ন দিয়ে ‘নূরজাহান, পোড়ামন টু, দহন, প্রেম আমার টু’ ছবি দিয়ে আলোচনায়। সব ছবিতেই নিজেকে নতুন করে ফুটিয়ে তুলেছেন তিনি।

সম্প্রতি ‘সাইকো’ নামের চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। আর সেই ছবির একটি দৃশ্যে আইটেম গার্ল হয়ে ধরা দিয়েছেন পূজা। যেখানে নিজেকে আবেদনময়ী হিসেবে দর্শকদের সামনে তুলে ধরেছেন।

অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ ছবির শুটিং বর্তমানে চট্টগ্রামে চলছে। ছবিটিতে শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীর মেয়ে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। শুটিংয়ের কিছুু ছবিতে দেখা গেছে বাবা-মায়ের সঙ্গে মিষ্টি মেয়ে পূজার খুনসুটি।

ছবিটির বিষয়ে নির্মাতা অনন্য মামুন বলেন, ‘শহীদুজ্জামান সেলিম ভাই একজন প্রভাবশালী রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করছেন। তার স্ত্রী রোজী আপাকে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার চরিত্রে। একটা পারিবারিক গল্পের আবহ দেখা যাবে। পাশাপাশি থাকবে রোমান্স, থ্রিলার ও অ্যাকশন।’

এ প্রসঙ্গে পূজা বলেন, “প্রথমবার সেলিম আংকেল ও রোজী আন্টির সঙ্গে অভিনয় করছি। নতুন অভিজ্ঞতা। খুব হেল্পফুল দুজন মানুষ। অনেক কিছু শিখছি তাদের কাছ থেকে। তারা একদম বাবা-মায়ের মতোই আদর করছেন। ‘সাইকো’ ছবিতেও দারুণ একটি টিম হয়েছে আমাদের। কাজ করছি হৈচৈ করে।”

আরবিএস এন্টারটেইনমেন্ট ও সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য এ ছবিতে পূজা চেরীর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক রোশান। এ নায়ককে দেখা যাবে কিডন্যাপ হওয়া পূজাকে উদ্ধার করা একজন অফিসারের চরিত্রে।

নাটক কিংবা বিজ্ঞাপন নয়, পূজা চেরীর শুরুটা কিন্তু সিনেমা দিয়েই। ছোটবেলা থেকেই চলচ্চিত্রের সঙ্গে জড়িত তিনি। শিশুশিল্পী হিসেবে অনেক চলচ্চিত্রে অভিনয় করে সুনামও কুড়িয়েছিলেন। তবে আপাতত চলচ্চিত্র নিয়েই তার সব চিন্তাভাবনা।

অথচ পূজা চলচ্চিত্রের নায়িকা হবেন- এমন চিন্তা তার কখনোই ছিল না। পূজা বলেন, ‘আমি নায়িকা হবো আগে কখনো ভাবিনি। এত অল্প সময়ে দর্শকের হূদয়ে জায়গা করে নিতে পেরেছি এর চেয়ে আর কী প্রাপ্তি থাকতে পারে! তবে অভিনয়ের শুরু থেকে এ পর্যন্ত আসতে পেরেছি কেবল মায়ের অনুপ্রেরণায়। নাচ, স্কুল, কোচিং— সবকিছুই মা আমাকে হাতে শিখিয়েছেন। মার আশীর্বাদে আরো অনেক দূর যেতে চাই। আমার ইচ্ছা আছে, বড় হয়ে অন্ধ প্রতিবন্ধীদের জন্য ভালো কিছু করতে চাই। কারণ আমি একটি অন্ধ চরিত্রে অভিনয় করেছিলাম, সেখানে চোখ বন্ধ করে আগে আমাকে হাঁটতে হয়েছিল। এরপর বুঝেছি আমি, অন্ধ হওয়ার কী কষ্ট। তাই ভবিষ্যতে অন্ধ প্রতিবন্ধীদের জন্য কিছু করতে চাই। সমাজের জন্য কিছু করতে চাই।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads