• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

দুই ‘মাসুদ রানা’য় তাসকিন!

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি ২০২০

প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ঘোষণা দেওয়া দুই ‘মাসুদ রানা’ ছবিতে অভিনয় করতে চলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ তাসকিন রহমান। ৯০ কোটি টাকা বাজেটের ‘মাসুদ রানা’ ও সৈকত নাসিরের পরিচালনায় লোকাল ‘মাসুদ রানা’; দুটি সিনেমাতেই তাসকিন রহমানের অভিনয় করার ব্যাপারটি মৌখিকভাবে চূড়ান্ত বলে নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়ার সংশ্লিষ্ট একটি সূত্র।

সূত্রের খবর, ৯০ কোটি টাকা বাজেটের ‘মাসুদ রানা’ সিনেমায় কাজ করতে তাসকিনের সঙ্গে যোগাযোগ করেছেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ। আর লোকাল ‘মাসুদ রানা’ নিয়ে পরিচালকের সঙ্গে একাধিক মিটিং সেরেছেন এই অভিনেতা।

‘মাসুদ রানা’য় তাসকিনের অভিনয় প্রসঙ্গে লোকাল ‘মাসুদ রানা’র পরিচালক সৈকত নাসির বলেন, আমার সিনেমায় মাসুদ রানা কীভাবে বেড়ে উঠেছেন তাই তুলে ধরা হবে। আগামী ১৫ এপ্রিল থেকে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এখনো শিল্পী নির্বাচনের কাজ করছি। তাসকিনের কথা ভাবা হচ্ছে। ওর শিডিউলসহ আনুষঙ্গিক সবকিছু মিলে গেলে কাজ করার সম্ভাবনা আছে।

‘মাসুদ রানা’ সিনেমায় কাজ করা প্রসঙ্গে তাসকিন বলেন, সৈকত ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যদি চান অবশ্যই ‘মাসুদ রানা’য় আমি কাজ করবো। তবে ৯০ কোটি টাকা বাজেটের ‘মাসুদ রানা’ নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না।

‘মাসুদ রানা’ পরিচালনা করবেন আসিফ আকবর। বাংলাদেশি বংশোদ্ভূত এই পরিচালক হলিউডে ২০০৬ সাল থেকে কাজ করছেন। সিনেমাটিকে হলিউডের মুভি হিসাবে নির্মাণ করা হবে এবং সেখানে প্রথমবারের মত একজন মুসলমান স্পাইকে দেখা যাবে মূল চরিত্রে।

সিনেমাটিতে ভিলেন হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন দ্য গ্রেট খালি। চুক্তিবদ্ধ হয়েছেন ‘দ্য ম্যাট্রিক্স’ সিনেমার খলনায়ক ড্যানিয়েল বার্নহার্ড, ‘আয়রন ম্যান ২’ সিনেমার মিকি রোর্ক, গ্যাব্রিয়েলা রাইট, মাইকেল প্যারেসহ বেশ কজন তারকা। ‘মাসুদ রানা’র শুটিং হবে বাংলাদেশে ৩০%, সাউথ আফ্রিকা ৪০%, মরিশাস ১০%, থাইল্যান্ড ১০% ও আমেরিকায় ১০%।

কাজী আনোয়ার হোসেনের ‘ধ্বংস পাহাড়’ গল্পের ‘মাসুদ রানা’র চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা, আবদুল আজিজ ও আসিফ আকবর। তবে চিত্রনাট্যের জন্য আরও কাজ করছে হলিউডের একটি দল। এছাড়া সিআইএ’র একজন সাবেক স্পাই মাসুদ রানার প্রজেক্ট উপদেষ্টা হিসাবে কাজ করেছেন। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আরো তিনটি প্রতিষ্ঠান এবং হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার লাইন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads