• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
ফারহানা মিলির 'প্রিয় মহাজন'

অভিনেত্রী ফারহানা মিলি

সংগৃহীত ছবি

শোবিজ

ফারহানা মিলির 'প্রিয় মহাজন'

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি ২০২০

নাটক দিয়েই শুরু করেছিলেন ক্যারিয়ার। এরপর তিনি চলচ্চিত্রেও পেয়েছেন জনপ্রিয়তা। গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে পরী চরিত্রে তিনি ছিলেন অনবদ্য। বলছি অভিনেত্রী ফারহানা মিলির কথা।

আজকাল আর নিয়মিত দেখা যায় না। হঠাৎ করে দেখা দেন খণ্ড নাটকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তার ভক্তরা তাকে নিয়মিত হওয়ার অনুরোধ জানান। দাবি করেন নতুন নাটক-সিনেমার।

ভক্তদের জন্য সুখবর হলো আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) নতুন টেলিফিল্মে দেখা দেবেন মিলি। ‘প্রিয় মহাজন’ নামের এই টেলিছবিটি রচনা করেছেন স্বাধীন সাহা ও পরিচালনা করেছেন বর্ণ নাথ।

এখানে ফারহানা মিলির সঙ্গে অভিনয় করেছেন প্রাণ রায়, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

এ টেলিছবির গল্পে দেখা যাবে- বাবুল মহাজন চরিত্রের প্রাণ রায় সুদে টাকার ব্যবসা করেন। কিন্তু তিনি গ্রামের মানুষের সকলেরই প্রিয়। কারণ বাবুল মহাজন ৫/৭ পার্সেন্ট সুদে টাকা দেয় মানুষদের। এর জন্য অন্য সুদি মহাজনদের কাছে বাবুল শক্র।

এদিকে বাবুল মহাজনের স্ত্রী চরিত্রে মিলি তার এই ব্যবসার বিপক্ষে। বিয়ের ৫ বছর হলেও এখনো সন্তান না আসাতে তিনি স্বামীর বিরুদ্ধে কাজ করেন। এভাবেই চলতে থাকবে ‘প্রিয় মহাজন’-এর গল্প। আজ বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে এই টেলিফিল্ম।

মিলি চলচ্চিত্রে নিয়মিত হননি। নাটকে নিয়মিত অভিনয় করছেন। তবে তার ইচ্ছা ছিল চলচ্চিত্রে নিয়মিত হওয়া। হলেন না কেন? এমন প্রশ্নের জবাবে মিলি বলেন, ‘মনপুরায় অভিনয়ের পর অসংখ্য সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু সিনেমাগুলোর গল্প কিংবা চিত্রনাট্য পড়ে আমার মন টানেনি। নিজে সন্তুষ্ট হতে না পারলে দর্শক সন্তুষ্টির কথা ভাবি কেমন করে! তাই কাজ করা হয়নি।’

 মিলি বলেন, ‘আবার এমনও হয়েছে, গল্প ভালো লেগেছে, কিন্তু নির্মাতার ওপর ভরসা করতে পারিনি। তবে আমি সবসময় চেয়েছি চলচ্চিত্রে কাজ করতে। মনে হয়েছে, যদি জেনে বুঝে কাজ না করি তবে ছোটপর্দায় আমার চাহিদা হারাব। এতে দুই দিক থেকেই ক্ষতিগ্রস্থ হবো। এ চিন্তা থেকেই চলচ্চিত্রে কাজ করা হয়নি। চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আমার আছে। মনের মতো সবকিছু পেলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করবো।

অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে মডেল হয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন ফারহানা মিলি। সেই বিজ্ঞাপনে মিলি ছোট্ট একটি ছেলে বাবুর বড় বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন। মিলির সংলাপ ছিল এমন- ‘আমারে ছাড়া থাকতে পারবি?..’। পরবর্তী দৃশ্যেই বাবুর সংলাপ ছিল এমন- ‘মা, বুবু কী কাল সকালেই চইলা যাইবো?..’ বড় বোনের বিয়ে হয়ে যাওয়াতে বাবুর মন খারাপ ছিল। ভাই বোনের এমন আবেগঘন দৃশ্য সে সময় দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। এই বিজ্ঞাপনের পর ফারহানা মিলি আরো কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন।

তবে এখন ফারহানা মিলি অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads