• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

ছাড়পত্রের আগেই শতাধিক প্রেক্ষাগৃহে ‘বীর’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ ফেব্রুয়ারি ২০২০

ছাড়পত্রের চিঠি এখনো হাতে পৌঁছায়নি, কিন্তু তার আগেই প্রায় ১০০ হলের বুকিং শেষ ‘বীর’ সিনেমার। শাকিব খান ও শবনম বুবলী অভিনীত এ চলচ্চিত্র সংশ্লিষ্টদের লক্ষ্য, ১৪ ফেব্রুয়ারি দেশের ১৫০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার।

গত বুধবার সেন্সর বোর্ডের একাধিক কর্মকর্তা ছবিটি সেন্সরের বিষয়টি নিশ্চিত করেছেন। আর ছবিটির সহ-প্রযোজক মো. ইকবাল গতকাল বলেন, ‘আজকে ছাড়পত্রটি হাতে পাব আমরা।’

তিনি বলেন, ‘সেন্সরের চিঠিটি আজ আমরা হাতে পাব। কিন্তু এর আগেই গতকাল পর্যন্ত ৮৮টি প্রেক্ষাগৃহ আমাদের ছবিটি নিয়েছে। আজকের মধ্যে ১০০-এর ঘর অতিক্রম করবে বলে আশা করি। আমরা চাইছি ১৫০টি হলে এটি মুক্তি দিতে।’

এদিকে শাকিব খান জানান, ছবির গল্পটাই এমন যে তাকে নতুনভাবে প্রস্তুত হতে বাধ্য করেছে। কারণ, ‘বীর’ হলো দেশ ও প্রেমের ছবি।

এসকে ফিল্মস প্রযোজিত ‘বীর’ পরিচালনা করছেন কাজী হায়াৎ। সহযোগী প্রযোজক হিসেবে আছেন মো. ইকবাল। ছবিতে শাকিব খান-বুবলী ছাড়াও আছেন মিশা সওদাগর, নাদিম প্রমুখ।

এর আগে শাকিব খানের এসকে ফিল্মস থেকে নির্মিত হয়েছে ‘হিরো দ্য সুপারস্টার’ এবং ‘পাসওয়ার্ড’। দুটি ছবিই বাণিজ্যিক সাফল্য পেয়েছে।

অন্যদিকে ‌‘বীর’ হলো নির্মাতা কাজী হায়াতের ৫০তম ছবি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads