• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

ইভানার স্বপ্ন চলচ্চিত্র

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ ফেব্রুয়ারি ২০২০

পারসা ইভানা এই সময়ের তন্বী তরুণী অভিনেত্রীদের মধ্যে নির্মাতাদের কাছে নির্ভরযোগ্য একজন অভিনেত্রী। টিভি পর্দায় কিংবা ইউটিউবে তার অভিনীত নাটক কিংবা মিউজিক ভিডিও যারা দেখেছেন তারা তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন। মাত্র সাত বছরের অভিনয় জীবনের পথচলায় ইভানা অনেক গুণী নির্মাতার নাটকে যেমন অভিনয় করেছেন ঠিক তেমনি বেশ আলোচিত গানের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। তবে ইভানার স্বপ্ন এখন সিনেমাকে ঘিরে। অন্তত একটি হলেও ভালো গল্পের সিনেমাতে তিনি কাজ করতে চান। সহশিল্পী হিসেবে সিনেমাতে চান তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

২০১৪ সালে ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন ইভানা। যদিও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল তার একজন নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হবার। কিন্তু সেরা নাচিয়েতে চ্যাম্পিয়ন হবার কারণে চুক্তি অনুযায়ী তাকে অভিনয়ের পথেই এগিয়ে যেতে হয়। প্রথমেই তিনি অভিনয় করেছিলেন অঞ্জন আইচের নির্দেশনায় ‘পঞ্চমীর চাঁদ’ নাটকে। এর পরপরই তিনি অভিনয় করেন মাবরুর রশীদ বান্নাহর নির্দেশনায় ধারাবাহিক ‘নাইন অ্যান্ড হাফ’-এ। তার পরের পথ চলাটা ছিল অনেকটাই সংগ্রামের। নিজে একাই পথ হেঁটেছেন। তবে সহযোগিতা পেয়েছেন অনেক মেধাবী, গুণী নাট্য নির্মাতার। তাদের অনুপ্রেরণায় এবং সহযোগিতায় পারসা ইভানা নিজেকে আজ একটি অবস্থানে নিয়ে এসেছেন।

সম্প্রতি এ লেভেল সম্পন্ন করা ইভানা সিনেমাকে ঘিরে তার স্বপ্ন প্রসঙ্গে বলেন, ‘ভালো ভালো গল্পের টিভি নাটকে অভিনয় করেছি। কিন্তু সিনেমাতে আমার কাজ করা হয়ে ওঠেনি। খুউব সুন্দর গল্পের চ্যালেঞ্জিং চরিত্রে সিনেমাতে কাজ করার প্রবল আগ্রহ আমার। আর যদি সেই সিনেমাতে চঞ্চল ভাইকে সহশিল্পী হিসেবে পাই তবে সেটা হবে আমার সত্যিকারের স্বপ্নপূরণ। কারণ অভিনয় জীবনের পথ চলাতে চঞ্চল ভাই এবং মোশাররফ ভাইয়ের আন্তরিক সহযোগিতা পেয়েছি আমি। আমি ঋণী আমার সকল নাটকের পরিচালকসহ এই দুজন অভিনয় শিল্পীর কাছে। আমার বিশ্বাস সিনেমাতে কাজ করার সুযোগ পেলে আমি নিশ্চয়ই ভালো করতে পারব।’

১৩ নভেম্বর জন্ম নেওয়া ইভানার গ্রামের বাড়ি চট্টগ্রামে। তার বাবা শাহজাহান খান ও মা তন্দ্রা চৌধুরী।  ছোটবেলায় শান্তা মারিয়াম, বুলবুল ললিতকলা একাডেমিসহ আরো বেশ কজনের কাছে ব্যক্তিগতভাবে নাচে পারদর্শী করে তোলেন নিজেকে। তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে- ‘শোবার ঘর’, ‘ইয়ে নয় বিয়ে’, ‘মালেক হতে সাবধান’,‘ দেয়ালের ওপাশে তুমি’, ‘বাপের বেটা’ ইত্যাদি। তার অভিনীত আলোচিত মিউজিক ভিডিও হচ্ছে এহসান রাহির ‘হাওয়াই মিঠাই’। এটি নির্মাণ করেছিলেন ভিকি জায়েদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads