• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

মহাস্থান দ্য গ্রেটল্যান্ড

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০২০

বাতিঘর প্রকাশন থেকে বেরিয়েছে সেলিম মোজাহার-এর মহাকাব্যিক পালানাট মহাস্থান দ্য গ্রেটল্যান্ড। ইতোমধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা হিসেবে আলোচিত মহাস্থান দ্য গ্রেটল্যান্ড-এর মূল ‘নাটলিপি’র প্রকাশ উপলক্ষে আজ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আলোচনা, আড্ডা, চা-চক্র ও নাট্যপ্রদর্শনীর আয়োজন হয়েছে। ব্র্যান্ডিং দ্য গ্রেট ল্যান্ড এবং জাতীয়তাবাদী গোলকধাঁধা শিরোনামে নির্ধারিত আলোচনায় অংশ নেবেন মঞ্চসারথি আতাউর রহমান, অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ, নাট্যজন লিয়াকত আলী লাকী, অধ্যাপক আফসার আহমেদ, অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি, নাট্যজন মাসুম রেজা, অধ্যাপক মানস চৌধুরী, মেহের নিগার জুনসহ নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ। আলোচনাভাগের সূত্রধর হিসেবে থাকবেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস। আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬ টা থেকে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আড্ডা ও চা-চক্রের আয়োজন হয়েছে। সন্ধ্যা ৭টায় এ উপলক্ষে নাট্য সংগঠন ‘অনুস্বর’ মঞ্চায়ন করবে মোহাম্মদ বারীর নাট্যরূপ ও নির্দেশনায় বুদ্ধদেব বসুর গল্প অনুদ্ধারণীয়। উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা হিসেবে ‘মহাস্থান দ্য গ্রেট ল্যান্ড’ ইতোমধ্যে আলোচিত। বাংলাদেশের নাট্য ইতিহাসের সবচেয়ে বড়ো মঞ্চ-প্রযোজনা ‘মহাস্থান দ্য গ্রেট ল্যান্ড’-এ অংশ নিয়েছিল ৩৫০ জন অভিনয়কর্মী। বগুড়ার ভাসুবিহারে এ নাটকের প্রথম দুটি প্রদর্শনী উপভোগ করেছিল প্রায় ৩০ হাজার দর্শক। মহাস্থান-এর নাটলিপিকার নাট্যকার সেলিম মোজাহার বলেন, ‘মহাস্থান দ্য গ্রেট ল্যান্ড একটি মহা-আখ্যান। একটা ভূমির, একটা জাতির জন্ম নেবার, গড়ে ওঠার, সম্পূর্ণ হবার আখ্যান। বাঙ্গালা অঞ্চলের ঐতিহাসিক, রাজনৈতিক, সাংস্কৃতিকপট ও তার পরিবর্তনের পটে, মহামতি গৌতমবুদ্ধ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীন বাংলাদেশ পর্যন্ত এই পালানাটের আখ্যানভাগ। এবারের বই মেলায় আলোচিত এই মহাকাব্যিক নাট্যের মূল নাটলিপি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। বইটির প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ‘গ্লোবালাইজেশন, গ্লোবাল-মাইগ্রেশন, রোহিঙ্গা, এনআরসি ও ভিসা-পাসপোর্টে’ ইত্যাদি বর্তমান সময়ের দ্বান্দ্বিক সূত্রগুলোর পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদের রূপ-স্বরূপ পরীক্ষা করার একটা সুযোগ ঘটবে বলে আমরা মনে করছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads