• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

শোবিজ

বোকা ভূত- এর ফারুক আহমেদ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ ফেব্রুয়ারি ২০২০

টেলিভিশন নাটকের ব্যতিক্রমী ও আলোচিত অভিনেতা ফারুক আহমেদ। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন। অভিনয়ের বাইরে আবৃত্তিচর্চা ও নাটক পরিচালনায়ও দেখা যায় তাকে।

ভিন্ন চরিত্র অভিনয় করা ফারুকের স্বভাব। এ বিষয়ে ফারুক বলেন, ‘বোকা ভূত’ নাটকে আমার চরিত্র পুরোপুরি কমেডি নয়। একটু ভিন্ন বলতে পারেন। তবে, কমেডি চরিত্রেই আমাকে বেশি দেখা যায়। পরিচালকরা আমাকে দিয়ে এ ধরনের চরিত্রই করাতে চান। আমার নিজেরও কমেডি অভিনয় করতেই ভালো লাগে। যারা কমেডি পারেন তারা অন্য সব চরিত্র করতে পারেন। কিন্তু যারা সিরিয়াস চরিত্রে অভ্যস্ত তারা কমেডি করতে পারেন না। তবে মাঝেমধ্যে কমেডির বাইরেও অভিনয় করা হয়। যেমন মোস্তফা কামাল রাজের তারকাঁটা চলচ্চিত্রে আমি খলচরিত্রে অভিনয় করেছিলাম। গত বছরে কয়েকটি নাটকেও ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছি সেখানে আমাকে দেখা যাবে কমেডির বাইরে।’

আগামী মার্চে নতুন একটি ছবিতে কাজ করবেন ফারুক। ছবির নাম ‘কানামাছি’। অঞ্জন আইচের পরিচালনায় এ ছবির শুটিং শুরু হবে নেপালে। তবে নাটকেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ফারুক প্রথম অভিনয় করেছিলেন হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ ছবিতে। আর সর্বশেষ তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’। যদিও চলচ্চিত্রে কাজের প্রস্তাব আসে কিন্তু চরিত্র ও গল্প ভালো না লাগায় অভিনয় করা হয় না তার।

নাটক নিয়ে অভিযোগ প্রসঙ্গে ফারুক বলেন, ‘ভালো-মন্দ দুটোই আছে। বাজেট স্বল্পতা, যততত্র নির্মাতা কিংবা যে কাউকে দিয়ে ভালো নাটক হয় না। নানা কারণে নাটকের মান ও পরিবেশ সন্তোষজনক না হলেও কিছু কিছু নাটক ভালো হচ্ছে। হুমায়ূন আহমেদকে দেখতাম তিনি সিরিয়াস কিছুর মাধ্যমে ইন্টারটেইনমেন্ট দিতেন। শিক্ষণীয় কিছু থাকত তার নাটকে। এখন তেমনটা নেই। নাটক এখন সহজ হয়ে গেছে। নাটকে এখন প্রচুর অযোগ্য লোকের সমাগম। বাইরের অপেশাদার লোকেরা এসেও নাটক নির্মাণ করছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads