• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯

শোবিজ

জন্মদিনে পথশিশুদের সঙ্গে থাকবেন শাহনূর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২০

পথশিশুদের একটি সংগঠনের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হয়ে বছরব্যাপী পথশিশুদের জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন চিত্রনায়িকা শাহনূর। তাই আজ তার জন্মদিনের সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা তাদের সঙ্গেই কাটাবেন তিনি। শাহনূর জানান, আজ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি হাতিরঝিলে পথ শিশুদের সংগঠন ‘এভারগ্রিন জুম বাংলাদেশ’ আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে পথশিশুদের মধ্যে নতুন কাপড় বিতরণ, তাদের সঙ্গে জন্মদিনের কেক কাটা এবং দুপুরে একসঙ্গে খাবেন তাদের সঙ্গে।

চিত্রনায়িকা শাহনূর বলেন, ‘অনেকদিন ধরেই আমি এই সংগঠনের হয়ে পথশিশুদের জন্য নানান ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছি। জন্মদিনের বিশেষ একটি সময় তাদের সঙ্গে কাটাতে চেয়েছি বিধায় সংগঠনটির এই আয়োজনে আমি অংশগ্রহণ করব। নিজের মতো করে ছকে বাধা জীবনের বাইরে গিয়ে সময় কাটাবো। আমার ইচ্ছে ছিল আম্মুকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে সময় কাটাবো। কিন্তু আম্মু কিছুটা অসুস্থ বিধায় তাকে বাসাতেই বিশ্রাম নিতে হচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন যেন জন্মদিনের পুরোটা সময় ভালো কাটে। আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি।’

আওয়ামী রাজনীতিতে সক্রিয় শাহনূর রাজনীতিতেও এখন বেশ সময় দিচ্ছেন। শুধু ঢাকাতেই নয়, রাজনীতির প্রয়োজনে তিনি নানান সময়ে ছুটে যাচ্ছেন গ্রামের বাড়ি নড়াইলে। জন্মদিনে তাই নড়াইলেও কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজনসহ খাওয়া-দাওয়ারও আয়োজন করা হয়েছে। শাহনূরের ইচ্ছে ছিল খুব কাছের কিছু মানুষদের সঙ্গে নিয়ে বাসায় সন্ধ্যার পর কেক কাটবেন, রাতের খাবারও খাবেন। কিন্তু সেই পরিকল্পনাও এবার আর রাখছেন না। সেই টাকাও তিনি স্থানীয় মসজিদের উন্নয়নে দিয়ে দিচ্ছেন। শাহনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে ‘ইন্দুবালা’।

এছাড়া এরই মধ্যে তিনি পাবনায় গিয়ে শুটিং করে এসেছেন রফিক শিকদারের পরিচালনায় ‘আবার বসন্তে’ সিনেমার কাজ। বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শাহনূরের কাজ করার কথা রয়েছে। যেহেতু এখনো এই কাজ শুরু হয়নি, তাই আপাতত এই বিষয়ে বিষদ কিছু বলতে চাচ্ছেন না তিনি। শাহনূরের বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তাই বাবার আদর্শকে মাথায় নিয়েই তিনি আগামীর পথে এগিয়ে চলেছেন। স্বপ্ন দেখেন রাজনীতিতে আগামীতে আরো অধিক সক্রিয় হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads