• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯

শোবিজ

কিশোর-ঝিলিকের কণ্ঠে ‘আগুনের দিন’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০২০

আলমগীর-জয়া প্রদা অভিনীত ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা রুহুল আমিন বাবুল পরিচালিত (বাংলাদেশ থেকে) ‘আমি সেই মেয়ে’ সিনেমার বহুল জনপ্রিয় গান ‘আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন’ গানটি এখন শ্রোতা দর্শকেরা নতুন সংগীতায়োজনে এই প্রজন্মের দুই শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কিশোর ঝিলিকের কণ্ঠে শুনছেন। গত ১৩ ফেব্রুয়ারি রাত প্রায় ৯টায় বাংলাদেশের ঐতিহ্যবাহী অডিও ভিডিও প্রযোজনা সংস্থা ‘অনুপম রেকর্ডিং মিডিয়া’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। গানটি লিখেছিলেন ঋতুপর্ণ ঘোষ এবং সুর সংগীত করেছিলেন টাবুন। ১৩ ফেব্রুয়ারি ‘আগুনের দিন’ গানটি প্রকাশনার অনুষ্ঠানে কিশোর ও ঝিলিক’কে শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন, গীতিকার আহমেদ রিজভী, কণ্ঠশিল্পী লুইপা, পূজা, যন্ত্রশিল্পী আলমগীর হোসেন, মিঠুসহ আরো অনেকে। প্রকাশনা অনুষ্ঠানে ‘আগুনের দিন’ গানটি প্রসঙ্গে কিশোর দাস বলেন, ‘অনেকটা হঠাৎ করেই এই গানটি নিয়ে আমি এবং ঝিলিক নতুন করে গাইবার জন্য পরিকল্পনা করি। আমাদের পরিকল্পনা শ্রদ্ধেয় আনোয়ার ভাই সাদরে গ্রহণ করার কারণেই এই গান নতুন করে গাইতে পারা। তবে এটা সত্যি মূল গানকে ছাপিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু আমরা আমাদের মতো করে যতটা ভালোভাবে গাওয়া যায় সেই চেষ্টাটা করেছি। সংগীতায়োজনে আমি আমার নিজের মেধাকে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করেছি।’ ঝিলিক বলেন, ‘আগুনের দিন গানটি নতুন করে গাওয়ার মধ্য দিয়ে একটি ভালো গানের প্রতি যে আমাদের সব সময়ই অন্য রকম ভালো লাগা ভালোবাসা থাকে তার পুনঃবহিঃপ্রকাশ হলো। এই গানটির প্রতি ভীষণ রকম ভালোবাসা থেকেই আসলে গানটি নতুন করে গাওয়া। সবার কাছে ভালো লাগছে, এটাও বাড়তি আনন্দ দিচ্ছে আমাদেরকে।’ অনুপমের কর্ণধার আনোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশের সিনেমার গানের প্রতি আমার সব সময়ই ভীষণ রকম ভালো লাগা ভালোবাসা ছিল। এটা আমৃত্যু থাকবে। আমার অনুপমে অনেক বিখ্যাত গান আছে। সেসব গানই ধীরে ধীরে প্রকাশ করব। আশা করি শিল্পীরা আমাকে আমার মতো করেই সহযোগিতা করবেন।’

উল্লেখ্য, আগুনের দিন গানটি গেয়েছিলেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। বাংলাদেশের যত জনপ্রিয় সিনেমার গান আছে তার অধিকাংশই সুরক্ষিত আছে ‘অনুপমে’। অনুপমের কর্ণধার জানান ধীরে ধীরে তিনি তার প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকা সবগুলো গানই নতুন করে সংগীতায়োজন করে নতুন প্রজন্মের শিল্পীদের দিয়ে গাইয়ে ধারাবাহিকভাবে তা প্রকাশ করবেন। ‘আগুনের দিন’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads