• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯

শোবিজ

অনন্যার ‘ফাইটার’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০২০

বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে আর প্রয়াত তারকা শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে ছোটবেলা থেকেই সখ্য। একই স্কুলে পড়ার দরুন দুজনের মধ্যে বেশ বন্ধুত্বও গড়ে ওঠে। চলচ্চিত্রে এসেও দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় রয়েছে। কিন্তু পেশাদারিত্ব আর ব্যক্তিগত বিষয় যে এক নয়, তা যেন বুঝিয়ে দিলেন অনন্যা পান্ডে। তাই তো নতুন ছবির ক্ষেত্রে বান্ধবীকে হটিয়ে দিয়ে নিজেই অভিনয় করছেন এই অভিনেত্রী। জানা গেছে, তেলেগু সিনেমার পরিচালক পুরি জুগন্নাথ নির্মাণ করছেন ‘ফাইটার’। শুরুতে জানা যায়, বিজয় দেবরকোন্ডার বিপরীতে এ সিনেমায় অভিনয় করবেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, জাহ্নবী কাপুরের পরিবর্তে সিনেমাটিতে অভিনয় করবেন অনন্যা পান্ডে। পুরি জুগন্নাথ পরিচালিত এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন অনন্যা। এতে বিজয়ের সঙ্গে জুটি বেধে পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী। বিজয়ের বিপরীতে রোমান্স করার জন্য জানভি কাপুরকে সাড়ে তিন কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেন পরিচালক। কিন্তু তার হাতে একাধিক সিনেমা থাকায় শিডিউল মেলাতে পারেননি জাহ্নবী। বাধ্য হয়ে পরিচালক অনন্যা পান্ডেকে অ্যাকশন ঘরানার এ সিনেমায় কাস্ট করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্যদিকে তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। ‘অর্জুন রেড্ডি’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পান। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডিয়ার কমরেড’। মুক্তির পর বক্স অফিসে আশানুরূপ সাড়া না ফেললেও তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে।

অনন্যার বয়স মাত্র ২১। ক্যারিয়ারও মাত্র শুরু। কিন্তু এরই মধ্যে বেশ আলোচনায় এ তারকা। এখন পর্যন্ত দুটি মাত্র ছবিই মুক্তি পেয়েছে তার। করণ জোহরের বহুল আলোচিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির সিক্যুয়াল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’র মাধ্যমে গেল বছরেই চলচ্চিত্র অভিষেক হয় এই তার। আর অভিষেকেই বাজিমাত করেন এই স্টার কিড। প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র পর ‘পতি, পত্নী আউর ওহ’ ছবিটিও বলিউডে আলোচিত হয়।

করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিতে অনন্যার বিপরীতে অভিনয় করেছেন টাইগার শ্রফ। গোড়াতে শোনা গিয়েছিল, করণ জোহরের এই ছবিতে শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরের অভিষেক হবে। শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে অভিষেক হয় অনন্যার। এই প্রতিযোগিতায় আরো ছিলেন অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খানও। বলিউড বিশ্লেষকদের মতে, করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিতে সুযোগ পাওয়ায় বড় সুবিধা হয় অনন্যার। কিন্তু ছবিতে অভিনয় করার আগে অনেক বেগ পোহাতে হয়েছে তাকে।

প্রথম ছবিতে মেয়ের অনবদ্য অভিনয় দেখে বাবা চাঙ্কি পান্ডেও রীতিমতো মুগ্ধ হয়েছিলেন। চাঙ্কি পান্ডের একমাত্র মেয়ে অনন্যা। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্নাতক করেছেন। অনন্যা খুব ভালো ব্যালে নৃত্যশিল্পী। বলিউড তারকাদের এ সময়ের কয়েকজনের ছেলেমেয়ের সঙ্গে দারুণ বন্ধুত্ব অনন্যার।

ঝকঝকে সুন্দরী অনন্যার দাবি, তিনি কিন্তু ছোট থেকেই স্বপ্ন দেখতেন বলিউডে অভিনয় করবেন। অনেকেই মনে করেন তিনি যেহেতু সিনেমার পরিবার থেকেই আসছেন, তাই স্বপ্ন দেখার তার কিছু নেই। তিনি তো এমনিতেই সুযোগ পাবেন! কিন্তু অনন্যার দাবি সিনেমার পরিবার থেকে এলেও তার স্বপ্ন ছিল নিজের প্রচেষ্টায় অভিনেত্রী হওয়ার। তবে বাবা নায়ক বলেই তার অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন, এমন কিছু নয়।

এ প্রশ্ন বারবার উঠে আসে যে, বাবা-মা বা পরিবারের অন্য কেউ আগে থেকে বলিউডে যুক্ত থাকলে তার আর প্রতিভার দরকার নেই। পরিবারের সাহায্যেই ছেলেমেয়েরা সিনেমায় সুযোগ পেয়ে যান। বলিউড এখন অমুকের মেয়ে আর তমুকের ছেলেরাই কার্যত শাসন করছেন। বাইরে থেকে এসে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করা তরুণ-তরুণীর সংখ্যা তুলনায় কম। এসব প্রশ্নের মুখে পড়তে হয় অনন্যাকেও। তবে অনন্যা এসব প্রশ্নের উত্তর দিতে চান না। নিজের দক্ষতা দিয়েই ধীরে ধীরে নিজেকে প্রমাণ করার পক্ষে তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads