• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯

শোবিজ

সেলিম আশরাফের পাশে তারা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০২০

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ গানের সুরকার সেলিম আশরাফ। রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালের আইসিইউতে গত বুধবার থেকে ভর্তি আছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন সুরকারের বোন হোসনা। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।

হোসনা জানালেন, বুধবার রাতে হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। কিছুটা সুস্থ হলেই জেনারেল ওয়ার্ডে নেওয়া হবে সেলিম আশরাফকে।

যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা, তোরা দে না, দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না- দেশাত্মবোধক এই অমর গানসহ বেশকিছু জনপ্রিয় গানের সুরকার সেলিম আশরাফ অনেক দিন থেকেই অসুস্থ।

গত বছরের ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা প্রকট আকার ধারণ করায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা নিয়ে বেশ অর্থ কষ্টে পড়েছিলেন। পরে প্রধানমন্ত্রী দাঁড়ান তার পাশে। করে দিয়েছিলেন ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র।

এখন প্রতি সপ্তাহে তার ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিস চলছিল। এর মধ্যে হঠাৎ আবারো গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিনি। বেশ কিছুদিন থেকে আবারো অর্থসংকটে পড়েছিলেন এই সুরকার। তাই সম্প্রতি সেলিম আশরাফের চিকিৎসার জন্য পাঁচ হাজার ডলার সহায়তা করেছেন এন্ড্রু কিশোর। এবার এগিয়ে এলেন নন্দিত আরো দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী এবং সাবিনা ইয়াসমিন।

গত ৯ ফেব্রুয়ারি এন্ড্রু কিশোরের সম্মানে সিঙ্গাপুরে একটি কনসার্টে গিয়েছিলেন গিয়েছিলেন সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমীন, মিতালী মুখার্জি, মোমিন বিশ্বাস ও জাহাঙ্গীর সাঈদ। সিঙ্গাপুর বিজনেস সোসাইটি এবং বাংলাদেশ চেম্বার আয়োজিত এই কনসার্টে কোনো পারিশ্রমকি নেননি তারা।

তবে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠান শেষে তাদের দুজনকে যে অংশগ্রহণ সম্মানী বা সৌজন্য সম্মানী দেওয়া হয়েছে, তার পুরোটাই তারা সেলিম আশরাফের চিকিৎসার জন্য দিয়েছেন।

জানা গেছে, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আবদুল হাদীর দেওয়া সহায়তা সুরকার সেলিম আশরাফের নামে ডিপোজিট করে দেওয়া হবে যাতে করে এখান থেকে নিয়মিত তিনি তার চিকিৎসা চালিয়ে যেতে পারেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads