• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

শোবিজ

তিতুমীরের চরিত্রে নিরব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০২০

সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর। ইতিহাসের এই মহানায়ক ছিলেন ব্রিটিশবিরোধী একজন বিপ্লবী, যিনি ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিতুমীর জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম ও বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন। ব্রিটিশ সেনাদের সঙ্গে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তার মৃত্যু হয়েছিল।

শহীদ তিতুমীর একটি ইতিহাস ও একটি অমর নাম, যা মানুষকে আজও অনুপ্রেরণা দেয়। সেই মহাবীরের জীবন কাহিনী নিয়ে তার নামেই একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক ডায়েল রহমান। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। ‘তিতুমীর’-এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটি প্রযোজনা করবে শিশির কথাচিত্র।

নতুন এই ছবির খবর নিরবই জানিয়েছেন। গত ২ ফেব্রুয়ারি তিনি ‘তিতুমীর’ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। নিরব বলেন, ‘ছবিটির সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। বড় বাজেটের সেট নির্মাণ করে চলতি বছরের এপ্রিল, জুন ও জুলাইতে ঢাকা এবং কলকাতায় এটির শুটিং হবে। ‘তিতুমীর’ আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি ছবি হতে যাচ্ছে।’

নায়কও আরো বলেন, ‘ক্যারিয়ারে অনেক চরিত্রে কাজ করেছি। তবে বিপ্লবী তিতুমীর হিসেবে নিজেকে দেখতে পারাটা দারুণ একটি ব্যাপার। এটা একটি স্বপ্নের চরিত্র। তাই ছবিটি আমার জন্য স্বপ্নের কাজ হিসেবেই ধরা দিয়েছে। আমি চেষ্টা করব, বীর তিতুমীরকে সঠিকভাবে ধারণের জন্য।’

পরিচালক ডায়াল রহমান বলেন, ‘অনেকদিনের আশা ছিল, ঐতিহাসিক গল্প ‘তিতুমীর’ নিয়ে একটি ছবি নির্মাণ করব। অবশেষে চ্যালেঞ্জটা নিয়েই ফেললাম। ছবির ‘তিতুমীর’ চরিত্রটি নিয়ে বার বার ভেবেছি। এই চরিত্রটির জন্য নিরবকেই মানানসই মনে হয়েছে। আশা করছি, তাকে চরিত্রটিতে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads