• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

শোবিজ

তারিনের ‘এটা আমাদের গল্প’

  • সালেহীন বাবু
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০২০

নন্দিত অভিনেত্রী তারিনের পছন্দের আঙিনা ছোটপর্দা। ক্যারিয়ারে এখন একটি সিনেমাতেই অভিনয় করেছেন, ‘কাজলের দিনরাত্রি’ নামে চলচ্চিত্রটি ছিল শিশুতোষ। এবার নিজের দেশের আঙিনা ডিঙিয়ে কলকাতার একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। ছবির নাম ‘এটা আমাদের গল্প’। পরিচালনা করছেন কলকাতার অভিনেত্রী মানসী সিনহা। এটিই তার প্রথম নির্মাণ।

সিনেমার শুটিং শুরু হচ্ছে কলকাতায় চলতি ফেব্রুয়ারির ২৬ তারিখ। আর তাতে যোগ দিতে বাক্স-পেটারা গোছাতে শুরু করেছেন তারিন।

‘এটা আমাদের গল্প’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, প্রায় দুই মাস আগ থেকে কথাবার্তা চলে আসছিল এ ছবির বিষয়ে। গত সপ্তাহে কাজটি চূড়ান্ত হয়েছে। পরিচালক নিজেও একজন সু-অভিনেত্রী। তার প্রথম কাজ এটি। সব মিলিয়ে ছবিটি ভালো হবে বলেই কাজটি করছি।

ছবিটিতে নিজের চরিত্র প্রসঙ্গে তারিন বলেন, কলকাতার গল্প হলেও আমার চরিত্রটি একজন বাংলাদেশি মেয়ের। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন দেবদূত ঘোষ। তিনি কলকাতার দুই পর্দার অভিনেতা। এ অভিনেতা সাথে আগে একটি নাটকে অভিনয়ের অভিজ্ঞতা আছে আমার। বছর দুয়েক আগে ভালোবাসা দিবসে বাংলাদেশের একটি নাটকে আমার সঙ্গে দেবদূত ঘোষ অভিনয় করেছিলেন।

ছবিটি প্রযোজনা করছেন ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্ট। এর কর্ণধার শর্মিষ্ঠা ঘোষ বলেন, ‘তারিনকে ভেবেই চরিত্রটি লেখা। দুই দেশের শিল্পী মিলে ভালো কিছু আশা করছি।’ তিনি জানান, ঢাকা এবং কলকাতার দুই পরিবারের গল্প নিয়ে সাজানো হবে গল্প। ছবিতে আরো অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি, পূজা কর্মকার, কণিকা ব্যানার্জি, সঞ্জীব শর্মা, খরাজ মুখার্জি প্রমুখ।

একটা সময় নাচ, গান, আবৃত্তি, অভিনয়, মডেলিং কিংবা উপস্থাপনা সবকিছুতেই সরব উপস্থিতি ছিল তারিন জাহানের। কিন্তু কয়েক বছর ধরে হাতে গোনা দুয়েকটি নাটকে অভিনয় ছাড়া কোথাও দেখা মিলছে না তার। কেবল বিশেষ দিবসের দুয়েকটা নাটক কিংবা টেলিফিল্মেই অভিনয় করতে দেখা যায় তাকে। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানালেন এই আলোচিত অভিনেত্রী। নতুন বছরে প্রথম অভিনয় করলেন ‘মুক্তি’ নাটকে। আর এ নাটকের মাধ্যমেই দীঘির্দন পর বিটিভির নাটকে অভিনয় করলেন তিনি।

টিভি নাটকে অনিয়মিত কেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শুধু আমি নই, আমাদের জেনারেশনের অনেক শিল্পীই এখন অভিনয় কম করছে। যে ধরনের কাজ আমরা করে আসছি সে ধরনের নাটক এখন কম হচ্ছে। আমাদের কাছে দর্শকের প্রত্যাশা অনেক। তাদের ঠকাতে চাই না বলেই সব ধরনের নাটকে অভিনয় করছি না। গল্প আর চরিত্র পছন্দ না হলে অভিনয় করে কী লাভ?’

কী কারণে ভালো গল্প ও চরিত্রনির্ভর নাটক হচ্ছে না বলে তারিন মনে করেন? এই প্রসঙ্গে তারিনের অভিযোগ, এখন এজেন্সি বেজড কাজ বেশি হচ্ছে। এজেন্সির যে ট্রেন্ড চালু হয়েছে তাতে শিল্পীরা যথাযথ মূল্যায়ন পাচ্ছে না। নাটকের বাজেট কমে যাচ্ছে। নাটকে পরিবারের মা-বাবার পাশাপাশি অনেক চরিত্র ছিল। একটা শক্ত পারিবারিক বন্ধন দেখানো হতো নাটকে। এখন নায়ক-নায়িকা ও তাদের মা-বাবার চরিত্রের বাইরে ভাবতে পারছেন না নির্মাতারা। বাজেট-স্বল্পতার কারণে এমনটি হচ্ছে। নতুন অনেক শিল্পী আছেন। তারাও ভালো অভিনয় করছেন। তবে কতটুকু তারা নিজেদের প্রমাণ করতে পারছেন, তাদের নিয়ে নিরীক্ষাধর্মী কাজ কতটা হচ্ছে, সেটিই বিবেচ্য বিষয়। তাদের সময় দিতে হবে। ভালো শিল্পী রাতারাতি তৈরি হয় না। এটা একটা বড় বিষয়। এখন নিরীক্ষাধর্মী কাজও কম হচ্ছে। ভালো স্ক্রিপ্ট রাইটারের বড় অভাব। বাজেট-স্বল্পতার কারণে অনেক লেখক স্ক্রিপ্ট দিতে আগ্রহী হচ্ছেন না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads