• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

শোবিজ

কোটির ঘরে লিজার ‘দুটি মন আর’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। সেলন মিউজিক লাউঞ্জে লিজা এখন পর্যন্ত একবারই গান গেয়েছেন। আর সেটি হচ্ছে চিত্রা সিংয়ের গাওয়া বহুল জনপ্রিয় গান ‘দুটি মন আর নেই দুজনার’ গানটি। যে সময়টিতে সেলন মিউজিক লাউঞ্জ লিজার কণ্ঠে এই গানটি প্রকাশ করেছিল সেই সময়েই গানটি প্রায় কোটির পথে এগিয়ে গিয়েছিল। কিন্তু পরে কপিরাইট জটিলতায় পড়েছিল বিধায় সেলনের ইউটিউব চ্যানেলে থেকে গানগুলো সরিয়ে নিতে হয়। জটিলতা শেষ হলে আবার গানগুলো সেলনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। বিগত এক বছরে লিজার কণ্ঠের এই গান আবারো শ্রোতা-দর্শক বেশ মনোযোগ দিয়েই উপভোগ করেন। যার ধারাবাহিকতায় চলতি সপ্তাহে গানটি এক কোটি ভিউয়ার্সেরও বেশি শ্রোতা-দর্শক উপভোগ করেছেন। সেলন প্রজেক্টের কোনো গানের এবারই প্রথম কোটি ভিউয়ার্স উপভোগ করেছে। বিষয়টি লিজার জন্য তাই ভীষণ আনন্দের। লিজা বলেন, ‘আমার কণ্ঠে জনপ্রিয় কোনো পুরনো গানের নতুন করে সংগীতায়োজনে এটাই ছিল প্রথম প্রকাশ। শ্রদ্ধেয় চিত্রা সিংয়ের দুটি মন আর নেই দুজনার গানটি আমারও ভীষণ প্রিয়। আমিও বিভিন্ন সময়ে স্টেজ শোতে গানটি গেয়েছি। কিন্তু নতুন করে সেলনের মিউজিক চ্যানেলের জন্য গাওয়ার পর প্রায় প্রতিটি স্টেজ শোতে এই গান আমাকেই গাইতেই হয়। এরই মধ্যে গানটি এক কোটি ভিউয়ার্স উপভোগ করেছে। সত্যি বলতে কী, গান মানেই ভালোবাসা আর শ্রোতা-দর্শকের ভালোবাসা পাওয়া। শ্রোতা-দর্শকের ভালোবাসা তো আসলে গণনা করা যায় না। তবু মাঝে মাঝে এই গণনা অনেক ভালোলাগার। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় পার্থ বড়ুয়া স্যারসহ এই টিমের সবাইকে।’

গেল একুশে ফেব্রুয়ারিতে লিজা ভারত-বাংলাদেশ সীমান্ত বেনাপোলে সংগীত পরিবেশন করেছেন। তার আগেরদিন তিনি ঢাকার অদূরে আশুলিয়ায় একটি স্টেজ শোতে অংশ নেন। ১৮ ফেব্রুয়ারি ময়মনসিংহে একটি শোতে অংশ নেন। আগামী বেশ কিছুদিন স্টেজ শোতেই ব্যস্ত থাকবেন তিনি। এরই মধ্যে লিজার ইউটিউব চ্যানেলে লিজার এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তাই নিজের চ্যানেলের জন্যও নতুন নতুন গান নিয়ে ভাবছেন লিজা। লিজার ইউটিউব চ্যানেলে যেসব গান প্রকাশিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘এক বৃষ্টিতে’, ‘প্রাণ জুড়ে’, ‘এক যমুনা’ ‘আসমানী’, ‘প্রেম যমুনা’, ‘ভালোবাসি বলা হয়ে যাক’, ‘চাইনি এমন করে’, ‘বারোটি মাসে’, ‘তারে দেখি আমি রোদ্দুরে’, ‘ওরে প্রিয়া’, ‘মনের আঙিনা’ ইত্যাদি। শিগগিরই নতুন চারটি গান লিজা তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে যাচ্ছেন। যার মধ্যে দুটি হচ্ছে দেশাত্মবোধক গান। একটি ফাস্ট গান; অন্যটি ইলেকট্রনিক ড্যান্স মিউজিকের সং।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads