• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

শোবিজ

চুরি হলো শামীম জামানের গুপ্তধন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ মার্চ ২০২০

নির্মিত হয়েছে খণ্ডনাটক ‘বাবার উপহার’। তারেক স্বপনের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শামীম জামান। প্রধান সহকারী পরিচালক ছিলেন ওসমান অভি।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান, তারিক স্বপন, রাশেদ মামুন অপু, রাইসা রিয়া, পাপিয়া মন্ডল, তাহমিনা কৃতিকা প্রমুখ। এ নাটকে প্রথমবার শামীম জামানের বিপরীতে অভিনয় করলেন রাইসা রিয়া।

নাটকের গল্পে দেখা যাবে, একজন সচেতন বাবার তিন ছেলে ও এক মেয়ে। বাবা সবসময় চাইতেন তার সন্তানরা হাসিমুখে এক সাথে থাকুক। এক পর্যায়ে বাবা বৃদ্ধ হওয়ার পর মারা যান। তার মৃত্যুর পর বড় ছেলের হাতে একটা সুন্দর উপহার দিয়ে যান। সে উপহারের কথা বড় ছেলে ছাড়া কেউ জানতো না।

বাবা মারা যাওয়ার বেশ কিছুদিন পর ছোট দুই ছেলে ভাবতো তার বাবা গুপ্তধন কিছু রেখে গেছেন হয়তো। বড় ভাই তা একাই ভোগ করে। তাদের বাবার একটা উপদেশ ছিল তারা যেন কখনো আলাদা না হয় এবং তাদের মধ্যে কখনো যেন ঝগড়া-বিবাদ না হয়।

তাই বাবার কথামতো সব ভাইবোন একসঙ্গেই বসবাস করত। সেজন্য চক্ষুলজ্জায় বড় ভাইকে কিছু জিজ্ঞেস করতে পারে না গুপ্তধনের ব্যাপারে। এদিকে ছোট দুই ভাই তার বাবার গুপ্তধন নিজেদের করে নেওয়ার জন্য বিভিন্ন কৌশল বের করে। তারা সুযোগ নিয়ে অপেক্ষায় থাকে বড় ভাই কখন বাড়ি থেকে বের হয়।

একদিন সুযোগ পেয়ে তারা সেই গুপ্তধন চুরির উদ্দেশ্যে রুমে ঢুকে। পেয়ে যায় প্রত্যাশিত সেই ধন। এরপর গল্পটি বদলে যায় মানবিকতার দিকে।

পরিচালক শামীম জামান জানান, কোনো একটি বেসরকারি চ্যানেলে ‘বাবার উপহার’ নাটকটি শিগগির প্রচার হবে।

অভিনয় জগতের বর্তমান অবস্থা সম্পর্কে শামীম জামান বলেন, ‘অভিনয়ে অনেকই ভালো করার চেষ্টা করছেন। অনেকই ভাঁড়ামি করছেন। এ ভাঁড়ামিই তাদের কাছে ভালো মনে হচ্ছে। আর অনেকই আছেন যত্নসহকারে কাজ করছেন। তাদের কাছে কাজটাই মুখ্য। ক্রমেই নাটকের মান কমে যাচ্ছে এ তথ্য কীভাবে বিশ্লেষণ করা হলো তা আমার জানা নেই। কারণ ভালোমন্দের হিসাব বিশেষ কেউ বললে হবে না। দর্শক এখন সরাসরি মন্তব্য করতে পারেন। কে ভালো করছেন কে ভালো করছেন না তাও দর্শক বলেন। তাই এ নিয়ে আমি ভাবছি না।’

অভিনেতা শামীম জামান সম্পর্কে নির্মাতা শামীম জামানের মন্তব্য এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘দুই শামীম জামানেরই অনেক শেখার বাকি আছে। অভিনয় বা নির্মাণে এসেছি শিখতে আর দর্শকদের কিছু দিতে। কতটা দিতে পারছি তা দর্শকই ভালো বলতে পারেন। যতদিন বেঁচে থাকব, শিখে যাব এবং দর্শকদের নতুন কাজ উপহার দেওয়ার চেষ্টা করব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads