• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

এ সময়ের সোহানা সাবা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ মার্চ ২০২০

ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। বাফা থেকে নাচ এবং ছায়ানট থেকে গান শিখে অভিনয়ে আসেন তিনি। প্রথম চলচ্চিত্র চিত্রনায়িকা কবরীর পরিচালনায় ‘আয়না’। ‘চন্দ্রগ্রহণ’ ছবি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

বতর্মানে অভিনয় নিয়েই তার সকল ব্যস্ততা। ক্যারিয়ারের খুব চমৎকার সময় পার করছেন অভিনয়শিল্পী সোহানা সাবা। ‘বৃহন্নলা’ ছবিটি মুক্তির পর অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন সাবা। ছবিটি দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে সম্মান বয়ে আনে। ছোটপর্দা ছাপিয়ে বড়পর্দাতেই বেশি সময় দিচ্ছেন তারকা।

‘মানিকের লাল কাঁকড়া’ নামে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সাবা। এ তারকা বলেন, ‘কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনকাহিনী নিয়ে লেখা কবি ও ছড়াকার আনজীর লিটনের কিশোর উপন্যাস ‘মানিকের লাল কাঁকড়া’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করছেন আফজাল হোসেন। এরই মধ্যে শুটিং শুরু হয়েছে। সাধারণত ছবির যে চরিত্রে আমি অভিনয় করি, তা নিয়ে শুটিংয়ের আগের দিন প্রচণ্ড চাপ অনুভব করি ঠিক যেমন পরীক্ষার হলে ঢোকার সময় যে রকম অনুভূতি হয়, ঠিক সে রকমই।’

নতুন এই ছবিতে খুবই সাধারণ একটি মেয়ের চরিত্রে তিনি অভিনয় করেছেন। আর সোহানা সাবাও এই ধরনের চরিত্র বেশি পছন্দ করেন। ‘আমার কাছে মনে হয়, চরিত্র কঠিন হলে অনেক কিছু ভাবার প্রয়াস থাকে। কিন্তু যখন একেবারেই সাদামাটা চরিত্রে অভিনয় করি, তখন এ সাধারণ চরিত্রে অভিনয় করাটাকেই সবচেয়ে কঠিন মনে হয়। এখন দেখা যাক, কঠিন বিষয়টিকে আসলে কীভাবে নিজের মধ্যে ধারণ করতে পারি’- বলেন সাবা।

নির্মাতা আফজাল হোসেনের ছবিতে অভিনয় করা প্রসঙ্গে এ তারকা বলেন, ‘একেবারে শৈশব থেকে আফজাল হোসেনের প্রতি আমার ভালো লাগা আছে। কারণ তিনি আমাদের মায়েদের প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় নায়ক। শৈশব থেকেই মায়েদের মুখে তার গল্প শুনতে শুনতে বড় হয়েছি। এখন তার ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছি, এটা তো ভাগ্যের বিষয়।’

এ ছাড়া নতুন ওয়েব সিরিজেও কাজ করছেন সাবা। এতে চমক থাকছে। কারণ এই ওয়েব সিরিজের গল্প লিখেছেন সোহানা সাবা নিজেই। তিনি নিজেই এটি প্রযোজনা করবেন।   এ বিষয়ে সাবা বলেন, ‘২০১৩ সালে আমার বাবা অসুস্থ হয়ে এক মাস হাসপাতালে ছিলেন। তখন আমি তার সঙ্গে পুরোটা সময় হাসপাতালে কাটিয়েছিলাম। টানা এক মাস কোনো কাজ ছিল না বলে বাবাকে সেবা করার পাশাপাশি অবসর সময়ে একটি গল্প লিখেছিলাম। এটাকে একদিন পর্দায় আনব বলেই লিখেছিলাম। কিন্তু তা টিভি নাটকের স্বল্প বাজেটে স্বল্প পরিসরে আনতে চাইনি। তাই এবার ওয়েব সিরিজ আকারে এটি নির্মাণ করছি। নাম দিয়েছি ‘টুইন রিটার্ন’। এতে যমজ বোনের চরিত্রে আমি অভিনয় করব। ইতিমধ্যে ভারতের দুজন অভিনেতাকে যুক্ত করেছি ওয়েব সিরিজে। বাকি কাস্টিং শিগগিরই চূড়ান্ত করে ফেলব। সিনেমাটির প্রথম লটের কাজ শেষ করেই আমরা ওয়েব সিরিজটির কাজে হাত দেব। তার আগে সংবাদ সম্মেলন করে সবাইকে জানাব।’

এছাড়া ছোটপর্দাতেও সরব সাবা। দীপ্ত টিভিতে প্রচারের অপেক্ষায় রয়েছে সাবা অভিনীত ধারাবাহিক নাটক ‘মধ্যবর্তিনী সিজন ২’। এটি রবীন্দ্রনাথের সাড়া জাগানো ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে। তবে এবারের গল্প এ সময়ের। সাবার চরিত্রের নাম শাম্মী, যিনি বাড়ির বড় বউ। এ কাজটি নিয়েও সাবা বেশ আশাবাদী।

অনেকেই মনে করেন সোহানা সাবা খোলামেলা কথা বলতে যেমন পছন্দ করেন তেমনি খোলামেলা পোশাকও তার পছন্দ। সাংবাদিকদের প্রচলিত ধারার প্রশ্ন তার মোটেই পছন্দ নয়। কেমন আছেন? এই সময়ে কী কী কাজ করছেন? আপনার কোন রং পছন্দ এ ধরনের গৎবাঁধা প্রশ্নের উত্তর দিতে তিনি মোটেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। বরং প্রেম, শরীরীবিষয়ক প্রশ্নের জবাব দিতে তার ভালো লাগে। খোলামেলা কথা প্রসঙ্গে সাবা বলেন, ‘জানি যুগের বদল হয়েছে। আমাদের সেলিব্রিটিরা টেলিভিশন মাধ্যমেও এখন অনেক সাহসী কথা বলতে শিখেছেন। যেসব কথা পরিবারের সদস্যরা সবাই মিলে শোনাও বিব্রতকর। যেমন বিয়ে বিষয়টি অনেকের কাছে ছেলে খেলার মতো। একজন তারকা সাধারণ মানুষের কাছে আইডলে পরিণত হন। ধরা যাক, সোহানা সাবার কথা অনুযায়ী মেয়েরা বিয়ে ব্যাপারটাকে ছেলেখেলা ভাবতে শুরু করল। তখন আমাদের ভবিষ্যৎটা কেমন হবে! ওহ! মাই গড, ভাবতে পারছি না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads