• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
‘কনসার্ট ফর উইমেন’-এ গাইবেন তাহসান

সংগৃহীত ছবি

শোবিজ

‘কনসার্ট ফর উইমেন’-এ গাইবেন তাহসান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ মার্চ ২০২০

আজ বিশ্ব নারী দিবস। এবারের নারী দিবসেও শুধু নারীদের জন্য তৃতীয়বারের মতো ‘কনসার্ট ফর উইমেন’র আয়োজন করেছে রাজধানীর মহাখালীতে অবস্থিত ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল’। বিষয়টির নিশ্চিত করেছেন হসপিটালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তিনি জানান, ‘কনসার্ট ফর উইমেন’-এ আবারো নারী শ্রোতা দর্শককে গানে গানে মুগ্ধ করতে এবারো সংগীত পরিবেশন করবেন এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান।

তাহসান খান নিজেও বিষয়টির নিশ্চয়তা দিয়ে এই কনসার্টে অংশগ্রহণ প্রসঙ্গে বলেন, ‘এর আগেও আমি একবার কনসার্ট ফর উইমেন-এ সংগীত পরিবেশন করেছিলাম। এই নিয়ে দ্বিতীয়বারের মতো কনসার্ট ফর উইমেন’-এ সংগীত পরিবেশন করতে যাচ্ছি। যে কোনো ধরনের উৎসবমুখর দিনে কনসার্টে গান গাইতে আমার ভীষণ ভালো লাগে। কারণ যত বেশি উৎসবমুখর দিনগুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে তত বেশি শিল্পচর্চা হবে। কারণ দেশে শিল্পচর্চার ধারাটা নিয়মিত থাকা উচিত। কনসার্ট ফর উইমেন সেই শিল্পচর্চারই একটি অংশ। তবে আজকের দিনে শুধু কনসার্ট ফর উইমেন’ই নয়, আরো একটি সংগঠনের কনসার্টে আমাকে সংগীত পরিবেশন করতে হবে। সেটিও রাজধানীর গুলশানেই অনুষ্ঠিত হবে।’

ডাক্তার আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘তাহসানের জনপ্রিয়তা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। যখনই অনুষ্ঠানের পরিকল্পনা করি তখনই নারী শ্রোতা দর্শকের কথা বিবেচনা করে তাহসানই আমাদের পছন্দের তালিকায় ছিলেন প্রথম। যেহেতু তিনি আগেও এই কনসার্টে অংশ নিয়েছেন। তাই এবারো বেশ আগ্রহ নিয়েই তিনি এই কনসার্টে অংশ নিচ্ছেন। আশা করি নারী দিবসে তার এবারের সংগীত পরিবেশনা আগের চেয়েও বেশি উপভোগ্য হবে।’

ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী জানান, তাহসানের আগে মঞ্চে উঠে সংগীত পরিবেশন করবেন বন্দনা চক্রবর্ত্তী, অপু। রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনসন সেন্টারের হল থ্রিতে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর উইমেন’ এবং শুধু নারীরাই এই কনসার্ট উপভোগ করতে পারবেন। দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত ‘কনসার্ট ফর উইমেন’ অনুষ্ঠিত হবে।

গেল ভালোবাসা দিবসে তাহসান খান সাগর জাহানের নির্দেশনায় ‘ভালো বাসাবাসি’ নাটকে অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন পূর্ণিমা। এরই মধ্যে নাটকটি ২৫ লক্ষের বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। এ মাসের শেষের দিকে তাহসানের নতুন গান একটি গান প্রকাশিত হবে যার কথা ও সুর তাহসানের নিজের। গেল বছর তাহসান খান অভিনীত সিনেমা ‘যদি একদিন’ মুক্তি পায়। এটি নির্মাণ করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে তার বিপরীতে ছিলেন শ্রাবন্তী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads