• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

শোবিজ

নারী দিবসে সম্মানিত বিদ্যা সিনহা মিম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ মার্চ ২০২০

গেল ৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হসপিটাল আয়োজিত ‘কনসার্ট ফর উইমেন’ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীর উদ্যোগে এবং এর চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়। বছরের অন্যান্য দিনে নিজের পেশাগত কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকলেও নারী দিবসের দিনটি সাধারণত বিদ্যা সিনহা মিম তেমন কোনো কাজ রাখেন না। তাই বিশেষ এই দিনটিতে তিনি ‘কনসার্ট ফর উইমেন’ অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেন। অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন এবং নাট্যাঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য বিদ্যা সিনহা মিমকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। এ সময় মিমের সঙ্গে ছিলেন তারই বাবা বীরেন্দ্র নাথ সাহা।

সম্মাননা গ্রহণ শেষে মঞ্চে উঠে উপস্থিত নারীদের উদ্দেশে বিদ্যা সিনহা মিম তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, ‘আজ এই মঞ্চটি আমার কাছে অনেক সম্মানের, শ্রদ্ধার। কারণ এর আগে সাধারণত আমি যেসব মঞ্চে উঠেছি তার বেশির ভাগই সিনেমার প্রচারের জন্য কথা বলেছি। কিন্তু এবারের অভিজ্ঞতাটা একেবারেই ভিন্ন। আন্তর্জাতিক নারী দিবসে আমাকে আমার পেশাগত কাজের মাধ্যমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আমাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। আমি কৃতজ্ঞ বিশেষত ডাক্তার আশীষ দাদার কাছে। তিনি শুধু একজন ডাক্তারই নন, যে কোনো বিপদে আমরা তাকে পাশে পাই। আমি যদিও তেমন কেউ এখনো হতে পারেনি। তারপরও একটি কথা বলতেই হয়, আর তা হলো নারীদের প্রত্যেককেই এখন নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে। আগের তুলনায় নারীদের স্বাবলম্বী হওয়ার হার বেড়েছে। কিন্তু এই হার আরো বাড়াতে হবে। বিভিন্ন ধরনের পেশায় নিজেদের সম্পৃক্ত করে নারীদের স্বাবলম্বী হতে হবে যাতে পুরুষকেন্দ্রিক কোনো বঞ্চনার শিকার না হতে হয় কখনো। বিশ্বের সব নারীকে আমার এই সম্মাননা উৎসর্গ করলাম।’

একই অনুষ্ঠানে নারীদের জন্য সংগীত পরিবেশন করেন বন্দনা চক্রবর্তী, অপু ও তাহসান খান। নারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতা রাখেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এদিকে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ সিনেমাটি শিগগির মুক্তি পাওয়ার কথা রয়েছে। বিদ্যা সিনহা মিম প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ সিনেমায় অভিনয়ের জন্য। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাপলুডু’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads