• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

দুই বন্ধুর ঈদ নাটক ‘রিপোর্টার’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২০

জনপ্রিয় দুই অভিনেতা সাজু খাদেম ও আরফান আহমেদের বন্ধুত্বের কথা মিডিয়াতে বিশেষত কমবেশি সবারই জানা। কিছুদিন আগে ‘অভিনয়শিল্পী সংঘ’ আয়োজিত পারিবারিক মিলন মেলা’র সাংস্কৃতিক পর্বে দুজনের অনবদ্য উপস্থাপনা অতিথিদের মুগ্ধ করেছিল। অনুষ্ঠানের পরে অনেক দিন নানা জায়গায় তাদের দুজনের উপস্থাপনা নিয়ে বেশ প্রশংসার কথাও শোনা গেছে। আজ থেকে এক যুগ আগে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে একটি পর্বে অংশগ্রহণ করতে গিয়ে সাজু খাদেম ও আরফান আহমেদের পরিচয় হয়। এরপর তারা দুজন একসঙ্গে অনেক খণ্ড নাটক, ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন। একসঙ্গে পথ চলতে চলতে দুজনের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ এক সম্পর্ক গড়ে ওঠে। সাজু খাদেম ও আরফান আহমেদ অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘অ্যাওয়ার্ড’, ‘কবিরাজ গোলাপশাহ’সহ আরো বেশ কটি নাটক। ঈদের বিশেষ বিশেষ নাটকেও তাদের দেখা গেছে। এরই মধ্যে আগামী ঈদের জন্য সাজু খাদেম ও আরফান আহমেদ রাজীবুল ইসলাম রাজীবের নির্দেশনায় ‘রিপোর্টার’ নামের একটি নাটকে অভিনয়ের কাজ শেষ করেছেন। এই নাটকে তারা দুজন মাস্তানের চরিত্রে অভিনয় করেছেন বলে জানান আরফান। আগামী ঈদ আরটিভিতে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে। পরিচালক রাজীব জানান দুজনের প্রাণবন্ত অভিনয় দর্শককে মুগ্ধ করবে। আরফানের সঙ্গে একই নাটকে অভিনয় প্রসঙ্গে সাজু খাদেম বলেন, আরফানের সঙ্গে একই নাটকে অভিনয় করতে সব সময়ই ভীষণ ভালো লাগে। মজার ব্যাপার হলো আমরা দুজন একসঙ্গে কাজ করলে কাজের পাশাপাশি আড্ডাটাও হয় দারুণ। যে কারণে কাজটিও হয়ে ওঠে ভীষণ উপভোগ্য। রিপোর্টার নাটকটি আশা করছি বেশ ভালো হয়েছে। দর্শকের কাছে ভালো লাগবে আশা করি। আরফান আহমেদ বলেন, আমি এবং সাজু আমরা দুজনই আসলে অভিনয়ের অঙ্গনটাকে আমাদের পরিবারের মতোই দেখি। কারণ জীবনের অনেকটা সময় কিন্তু আমাদেরকে অভিনয়ের জন্য বাইরে থাকতে হয়, শিল্পীদের সঙ্গে কাটাতে হয়। তাই নিজেদেরকে প্রাণবন্ত রাখার মধ্য দিয়ে শিল্পীদেরকে, একটি সেটকেও প্রাণবন্ত রাখার চেষ্টা করি আমরা। যেন কাজটা সব শিল্পীর কাছে হয়ে ওঠে উপভোগ্য। আর সাজুর সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আমার বিশ্বাস আজীবন এমনই থাকবে। আমরা আমাদের বন্ধুত্বটা শিল্পী পরিবারের জন্য নিবেদিত হয়ে কাজে লাগিয়ে যেতে চাই সব সময়ই। সাজু খাদেম ও আরফান আহমেদ বর্তমানে একসঙ্গে কায়সার আহমেদের ‘বকুলপুর’, সঞ্জিত সরকারের ‘চিটিং মাস্টার’ ধারাবাহিকে অভিনয় করছেন। সাজু খাদেম গতকাল মাতিয়া বানু শুকুর ‘গোল্লাছুট’ ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। আরফান আহমেদ ব্যস্ত ছিলেন সঞ্জিত সরকারের ‘চিটিং মাস্টার’ ধারাবাহিকের কাজ নিয়ে। সাজু অভিনীত নতুন ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘বাকরখানি’, ‘আমার গ্রাম আমার শহর’, ‘চাঁদের হাট’, ‘ফরেন ভিলেজ’, ‘চান বিরিয়ানি’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads